ঢাকাবৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

মহাত্মা গান্ধীকে পাকিস্তানের জনক বলে আইনি জটিলতায় ভারতীয় গায়ক

বিনোদন ডেস্ক, আরটিভি

রোববার, ০৫ জানুয়ারি ২০২৫ , ০৩:৩৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্য। মাঝে মধ্যেই বেফাঁস মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন তিনি। আবারও বেফাঁস মন্তব্যের জন্যে বিতর্কিত হলেন তিনি। শুধু তাই নয়, আইনি জটিলতায় পড়েছেন ভারতীয় এই গায়ক। 

বিজ্ঞাপন

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীকে ‘পাকিস্তানের জনক’ বলে মন্তব্য করেন অভিজিৎ। আর এতেই তোপের মুখে পড়েন তিনি। অভিজিৎ বলেন, সুরকার আরডি বর্মন মহাত্মা গান্ধীর থেকেও বড় ছিলেন। মহাত্মা গান্ধী যেমন জাতির জনক, তেমনই আরডি বর্মন ছিলেন সংগীত জগতের জনক। 

এরপরই বেফাঁস মন্তব্য করেন গায়ক অভিজিৎ। তিনি বলেন, মহাত্মা গান্ধী পাকিস্তানের জনক ছিলেন, ভারতের নয়। ভারতবর্ষের অস্তিত্ব তো ছিলই, পাকিস্তান পরে তৈরি হয়েছে। ভুল করেই ভারতে গান্ধীকে জাতির জনক বলা হয়। পাকিস্তানের অস্তিত্বের জন্য তিনিই দায়ী।

বিজ্ঞাপন

অভিজিতের এমন মন্তব্যের পর থেকেই ভারতীয় বিভিন্ন মহল থেকে গায়কের বিরুদ্ধে প্রতিবাদ উঠতে থাকে। তার এই কথায রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি, সমাজের বিভিন্ন স্তরের মানুষও ক্ষিপ্ত হয়েছেন। 

অন্যদিকে অভিজিতের এই মন্তব্যের জেরে পুনের এক আইনজীবী এর প্রতিবাদ জানিয়েছেন। গায়কের বিরুদ্ধে আইনি নোটিশও পাঠিয়েছেন তিনি। শুধু তাই নয়, গায়ককে অবিলম্বে ক্ষমা চাইতেও বলা হয়েছে। অন্যথায় ক্ষমা না চাইলে ফৌজদারি মামলা করার হুঁশিয়ারিও দেন সেই আইনজীবী। 

এমন বেফাঁস মন্তব্য অভিজিতের জন্য নতুন কিছু নয়। এর আগে বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। শাহরুখ খান, সালমান খান, রণবীর কাপুরসহ অনেক বলিউড তারকার বিরুদ্ধে বহুবার বিতর্কিত মন্তব্য করেছেন। তবে এবার বড় আকারে বিতর্কের জন্ম দিয়েছে অভিজিতের মন্তব্যটি।

বিজ্ঞাপন

আরটিভি/এইচএসকে/এআর
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |