• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

পরোটা বিক্রি ছেড়ে এবার ওয়েব সিরিজে আসছেন ভাইরাল রাজু দা!

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৫ জানুয়ারি ২০২৫, ১৮:২০
সংগৃহীত
ছবি:সংগৃহীত

সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে নানা রকম ব্লগিং। সেই ধাবাহিকতায় খাবার নিয়ে অনেকেই করছেন ফুড ব্লগিং। যার মাধ্যমে জনপ্রিয়তা পাচ্ছে খাবারের দোকানগুলো। আর সেই তালিকায় অন্যতম নাম রাজু দা এবং তার বিখ্যাত পকেট পরোটা।

রাজু দার দোকান ও তার জীবনের কাহিনি এখন সবার কাছে পরিচিত। সম্প্রতি তিনি জীবনের নতুন অধ্যায়ের কথা জানালেন। যা নিয়ে মানুষের মধ্যেও কৌতূহল তৈরি করেছে।

ভাইরাল রাজু দা তার ফেসবুক পেজ থেকে পোস্ট করা একটি ভিডিওতে জানান, তিনি এবার নতুন এক অবতারে ধরা দেবেন।

ভিডিওতে তিনি বলেন, আজকে আমি কোথাও ইনভাইটেড আছি, সেটা হলো একটি ওয়েব সিরিজের জন্য। খুব তাড়াতাড়ি হইচইতে এটা দেখতে পারবেন।

যদিও তিনি স্পষ্ট করেননি, ওয়েব সিরিজটি কী? আর তার গল্পই বা কী? কবে থেকে প্রচারে আসবে? তবে একটি কথা নিশ্চিত, রাজু দা সেখানে খালি হাতে যাচ্ছেন না। সঙ্গে নিচ্ছেন তার জনপ্রিয় পরোটা এবং আনলিমিটেড তরকারি।

তিনি বলেন, পরোটা আর তরকারি নিয়ে যাচ্ছি, সঙ্গে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, অ্যাপেল পেঁয়াজ এবং সেদ্ধ ডিমও থাকবে।

এই ভিডিও দেখে তা র ভক্তরা শুভেচ্ছা জানিয়েছেন। এক ব্যক্তি লিখেছেন, আপনার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে, অনেক ভালবাসা রইল।’

প্রসঙ্গত, রাজু দা শিয়ালদহ চত্বরে ও শিশির মার্কেটে পরোটা বিক্রি করেন। তিনি ২০ টাকায় তিনটি পরোটা এবং আনলিমিটেড তরকারি দেন, যার জন্য লাইনে দিয়ে দাঁড়িয়ে থাকেন বহু মানুষ। এবার সেই জনপ্রিয়তা যে আরও বাড়তে চলেছে, তা স্পষ্ট।

আরটিভি/এএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মক্কায় শাহরুখ-গৌরী, ভাইরাল ছবি সম্পর্কে যা জানা গেল
চট্টগ্রামে ‘ওসি’ নেজামকে মারধর, ভিডিও ভাইরাল
সন্তানদের সঙ্গে পরীমণির নতুন ভিডিও ভাইরাল
বাবাকে নিয়ে তাহসানের স্ত্রীর আবেগঘন স্ট্যাটাস ভাইরাল