প্রকাশ্যে ক্রাইম পেট্রোল অভিনেতাকে ছুরিকাঘাত
ভারতের মুম্বাইয়ে প্রকাশ্যে ক্রাইম পেট্রোল খ্যাত অভিনেতা রাঘব তিওয়ারিকে ছুরিকাঘাত করল এক স্কুটার আরোহী। হামলার সময় অভিনেতার মাথায় রড দিয়ে আঘাতের পাশাপাশি ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয়।
হামলার পর থানায় যান ভুক্তভোগী অভিনেতা রাঘব। কিন্তু তার অভিযোগ, ঘটনার পর ভারসোভা থানায় অভিযোগ জানানো হলেও এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে উঠে আসে মাস কয়েক আগের এই ঘটনা। জানা গেছে, ঘটনার দিন বন্ধুর গাড়িতে করে বাড়ি ফিরছিলেন রাঘব। এরপর গাড়ি থেকে নেমে রাস্তা ক্রস করার সময় একটা স্কুটারের মুখোমুখি হন তিনি।
ফলে ওই স্কুটার আরোহীকে সরি বলেন অভিনেতা। কিন্তু সরি বলার পরও তার সঙ্গে বিতর্কে জড়ান ওই স্কুটার চালক। শুধু তাই নয়, রাঘবকে গালিগালাজও করেন তিনি।
তর্কাতর্কির এক পর্যায়ে ধারালো ছুরি বের করে অভিনেতার ওপর কোপ মেরে বসেন স্কুটার চালক। এমনকি মারধরও করা হয় অভিনেতাকে। পরে রাঘব মাটিতে লুটিয়ে পড়লে তার বাকি বন্ধুরা ও স্থানীয় লোকজন এসে অভিনেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। মাথায় অনেকগুলো সেলাই পড়ে।
এ দিকে আরও জানা যায়, থানায় অভিযোগ করলেও পুলিশ ঠিক ধারায় মামলা রুজু করেননি। হামলাকারী ওই ব্যক্তি একজন অ্যাকশন ডিরেক্টর ছেলে।
আরটিভি/এইচএসকে
মন্তব্য করুন