মডেল-অভিনেত্রী হওয়ার ইচ্ছা ছিল তাহসানের স্ত্রী রোজার

বিনোদন ডেস্ক, আরটিভি

সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫ , ০২:০৩ পিএম


মডেল-অভিনেত্রী হওয়ার ইচ্ছা ছিল তাহসানের স্ত্রী রোজার
ছবি: সংগৃহীত

নতুন বছরের শরুতেই কোনো রকমের পূর্বাভাস বা গুঞ্জন ছাড়াই দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হলেন গায়ক-অভিনেতা তাহসান খান। গত ৪ জানুয়ারি যুক্তরাষ্ট্র প্রবাসী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন তিনি। এরপর থেকেই নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন ভক্তরা। 

বিজ্ঞাপন

বিয়ের পর থেকেই তাহসানের স্ত্রী রোজাকে নিয়ে নেটিজেনদের চর্চা তুঙ্গে। অভিনেতার সঙ্গে বিয়ে হওয়ার আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় মেকআপ আর্টিস্ট হিসেবে বেশ পরিচিত ছিল তার। পাশাপাশি ডেইলি ভ্লগিংও করেন রোজা।

সম্প্রতি রোজার একটি পুরনো সাক্ষাৎকার ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। সেখানে নিজের ক্যারিয়ার, পেশা নিয়ে বিস্তর আলাপ করেন গায়কের স্ত্রী। এ সময় তিনি জানান, মডেল-অভিনেত্রী হওয়ার ভীষণ ইচ্ছা ছিল তার।  

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে রোজা বলেন, একটা সময় পর্দায় আসার ইচ্ছে ছিল। একসময় খুব ইচ্ছে ছিল মডেল হব, অভিনেত্রী হব। শুধু তাই নয়, জয়া আহসান কিংবা মৌয়ের মতো অভিনেত্রীদের সঙ্গেও কাজ করার ইচ্ছে ছিল আমার।

নিজের মেকআপ আর্টের বিষয়ে তিনি বলেন, চাই আমার কাজকে সবাই জানবে। আর আমি বেছে কাজ করি; যেহেতু আমি একজন প্রোফেশনাল মেকআপ আর্টিস্ট। তো দেখা যায় আমার ওই কাজটা আগে। ওইটার ওপরে, ওই ক্যাজুয়ালের ওপরে ডিপেন্ড করে ওই ব্রান্ডকে কাজটা দেওয়া হয়। ওরা যখন চায় তখনই করতে হবে, নইলে আমার ওই কাজটা করা হয় না; কাজ হারিয়ে যায়। কিন্তু দিনশেষে এটা নিয়ে আমার আফসোস হয় না; কারণ কাজগুলো আমি শখের বসে করছি।

প্রসঙ্গত, বাংলাদেশের বরিশালে বেড়ে ওঠা রোজা আহমেদ বর্তমানে ক্যারিয়ার গড়েছেন মার্কিন মুলুকে। পড়াশোনা করেছেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর। পড়াশোনা শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন।  উদ্যোক্তার পাশাপাশি ইনফ্লুয়েনসারও তিনি।

বিজ্ঞাপন


আরটিভি/এইচএসকে-টি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission