আমাকে ঘাড়ধাক্কা দিয়ে বের করা হয়: ইমন চক্রবর্তী

বিনোদন ডেস্ক, আরটিভি

মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫ , ০১:০৬ পিএম


আমাকে ঘাড়ধাক্কা দিয়ে বের করা হয়: ইমন চক্রবর্তী

ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। লোকগানের পাশাপাশি আধুনিক হোক কিংবা রবীন্দ্রসংগীত, সব ধরনের গানেই পারদর্শী তিনি। পেয়েছেন জাতীয় পুরস্কারও। ওপার বাংলার পাশাপাশি বাংলাদেশেও বিভিন্ন সময় এসে পারফর্ম করে গেছেন এই গায়িকা।

বিজ্ঞাপন

দিনকে দিন সাফল্যের উচ্চ পর্যায়ের দিকে এগিয়ে যাচ্ছেন এই গায়িকা। তবে এই সাফল্য একদিনে আসেনি। তার এই জার্নির নেপথ্যে ছিল দীর্ঘ পরিশ্রম, নিরলস প্রচেষ্টা। অনেকেরই হয়তো অজানা, একটা সময় স্টুডিও থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল ইমন চক্রবর্তীকে। তবে এ কাজটি যিনি করেছিলেন, সেই ব্যক্তি ইমনের এখন কাছের কেউ!

বিজ্ঞাপন

সম্প্রতি সারেগামাপার এক এপিসোডেই নিজেকে উজাড় করেছেন ইমন। ‘বন্ধু চল’ গানটি শুনেই খানিক আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।

এ সময় তিনি বলেন, আমার জীবনের আমার প্রথম বন্ধু আমার মা। আমার জীবনে খুব কম কিছু বন্ধু আছে। যার মধ্যে দু-তিনজনের নাম না বললেই নয়। প্রথম, দিব্যেন্দুদা। যাকে আমি দ্বিতীয় মা বলি। অন্যজন অভিষেক রায়, যাকে সবাই এখানে চেনেন। ওরা প্রত্যেকবার আমার ভুলগুলো ধরিয়ে দেয়। আরেকজন বন্ধু, পাশে যে লোকটা বসে আছে।

ইমনের ঠিক পাশের আসনেই বসে ছিলেন টালিউডের অন্যতম খ্যাতনামা মিউজিক ডিরেক্টর ইন্দ্রদীপ দাশগুপ্ত। ইমনকে তিনিই বের করে দিয়েছিলেন স্টুডিও থেকে। সেই জন্য রাগ নয়, বরং কৃতজ্ঞ তিনি।

বিজ্ঞাপন

ইমন বলেন, স্টুডিও’তে রেকর্ডিং করতে যাই, প্রথমদিন ঘাড়ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। ওই বকাটা যদি না পেতাম, যদি আমার ভুলটা কেউ ধরিয়ে না দিতো, তাহলে নিজের ভুল শুধরে নেওয়ার সুযোগ পেতাম না।

আরটিভি/এএ/এস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission