তোপের মুখে আল্লু, নিহত সেই ভক্তের পরিবারকে দিলেন ২ কোটি
মুক্তির পর রেকর্ড গড়েই যাচ্ছে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ ছবিটি। রেকর্ডের পাশাপাশি সিনেমাটি ঘিরে নানা বিপত্তিও ঘটছে। সিনেমা মুক্তির দিনে দেখতে গিয়ে এক নারী পদপিষ্ট হয়ে মারা যান। আহত হয়েছেন তার ছেলে। যার ফলশ্রুতিতে গ্রেপ্তার পর্যন্ত হতে হয়েছে আল্লু অর্জুনকে। তার বাড়িতে চালানো হয়েছে ভাঙচুর।
পরিস্থিতি শান্ত করতে এবার যেনো আগুনে কিছুটা জল ঢাললেন আল্লু। প্রথমে ২৫ লাখ টাকা দেওয়ার কথা থাকলেও এবার নিহতের পরিবারকে ২ কোটি টাকা দিলেন অভিনেতা।
বুধবার (২৫ ডিসেম্বর) ক্রিসমাসের দিন হায়দরাবাদের কেআইএমএস হাসপাতালে ভেন্টিলেটরে থাকা শ্রী তেজাকে দেখতে যান আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন্দ এবং সিনেমার অন্যান্য নির্মাতারা। শ্রী তেজা পদপিষ্ট হয়ে নিহত সেই নারীর ছেলে। সেখানে গিয়ে ২ কোটি টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন আল্লু অরবিন্দ।
শ্রী তেজাকে দেখে হাসপাতালের বাইরে এসে আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন্দ জানান, আট বছরের শ্রী তেজার জন্য আমরা ২ কোটি টাকা দেব। এতে তার চিকিৎসা খরচসহ অন্যান্য সহায়তা মিলবে।
আল্লু অরবিন্দ বলেন, শ্রী তেজার অবস্থার উন্নতি হচ্ছে। পরিবারের সহায়তায় আমরা ২ কোটি টাকা দিচ্ছি। আল্লু অর্জুন দেবে ১ কোটি, চলচ্চিত্র নির্মাতা দেবে ৫০ লাখ এবং পরিচালক সুকুমার দেবেন ৫০ লাখ টাকা। তেলঙ্গানা ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশনের সভাপতি দিল রাজুর মাধ্যমে এই টাকা পৌঁছে দেওয়া হবে।
প্রসঙ্গত, ‘পুষ্পা ২’- সিনেমার প্রিমিয়ার দেখতে গিয়ে ভিড়ের মধ্যে পড়ে এক নারীর মৃত্যু হয়। ওই ঘটনায় নিহতের পরিবার অভিযোগ দায়েরের পর শুক্রবার (১৩ ডিসেম্বর) হায়দারাবাদের বানজারা হিলসের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় অর্জুনকে। গ্রেপ্তারের পর তেলেঙ্গানা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন তিনি।
আরটিভি /এএ/এস
মন্তব্য করুন