মঞ্চায়িত হতে যাচ্ছে নাটক ‘ঈশ্বর তুমি কোথায়’
বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চায়িত হতে যাচ্ছে থিয়েটার চারণিকের পঞ্চম প্রযোজনা নাটক ‘ঈশ্বর তুমি কোথায়’।
বৃহস্পতিবার (৯ জানুয়ারী) নাটকটির শুভ উদ্বোধন ঘোষণা করবেন আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি অধ্যাপক আব্দুস সেলিম।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন বরেণ্য নাট্যজন ঝুনা চৌধুরী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের পরিচালক ফয়েজ জহির, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিদ।
জুয়েল কবিরের রচনা ও নির্দেশনায় নাটকটি বৃহস্পতিবার (৯ জানুয়ারী) সন্ধ্যা ৭টায় ও শুক্রবার (১০ জানুয়ারী) বিকেল ৫টায় ও সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চায়িত হবে।
নাট্যকার জুয়েল কবিরের রচনা ও নির্দেশনায় পৃথক প্রযোজনায় নাটকটিতে একক অভিনয় করবেন সাফিয়া খন্দকার রেখা এবং পলি পারভিন।
আরটিভি/এএ-টি
মন্তব্য করুন