• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

অভিনয়ের ক্ষুধা নিয়েই রুবাইয়া এশার পথ চলা

আরটিভি নিউজ

  ০৯ জানুয়ারি ২০২৫, ১৮:০২
সংগৃহীত
ছবি: সংগৃহীত

শোবিজে প্রতিনিয়তই নিজেকে মেলে ধরতে আসছেন অনেক তরুণ-তরুণী। কেউ দিনের শেষে হতাশা নিয়ে ফিরেযাচ্ছেন আবার কেউ মানসম্মত কাজ করে অল্প সময়েই যশ, খ্যাতি অর্জন করছেন। ঠিক তেমন একজন রুবাইয়া এশা। শোবিজের নতুন মুখ হলেও বেশ অল্প সময়ে কাজ করেছেন দেশের গুণী নাট্যনির্মাতাদের সঙ্গে। ইতোমধ্যেই বেশ কিছু কাজ দিয়ে দর্শকদের মন জায়গা করে নিয়েছেন তিনি।

ভালোলাগা থেকে অভিনয় শুরু করলেও এখন তার কাছে ভালোবাসায় রুপ নিয়েছে অভিনয়। রুবাইয়া এশা বলেন, অভিনয় আমার প্রাণের খোরাক, প্রাণ না থাকলে যেমন মানুষ বাঁচে না তেমনি অভিনয় ছাড়া আমি প্রাণহীন দেহের মতন। অভিনয় আমার আত্মাকে স্পর্শ করে। যখন যে চরিত্রে কাজ করি হৃদয়ে ধারণ করি এবং ব্যাক্তি এশা তখন সেই চরিত্র হয়ে ওঠে।

নতুন বছরের কাজ নিয়ে তিনি বলেন, নতুন বছরে কিছু কাজ এরইমধ্যে করা হয়ে গেছে আরও বেশ কিছু কাজর কথা চলছে আর পাইপ লাইনে রয়েছে আরও কিছু কাজ। আশা করা যায় ২০২৫ এ দর্শকদের ভালো ভালো কাজ উপহার দিতে পারবো।

অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনেও নাম লিখিয়েছেন এই অভিনেত্রী।কাজ করেছেন অমিতাভ রেজা চৌধুরী, শাহরিয়ার পুলক, রাসেল শিকদার সহ আরও অনেকের সঙ্গে।

আরটিভি /এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়