• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

ডাইনি রূপে জয়া

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১০ জানুয়ারি ২০২৫, ১৩:৩৬
জয়া আহসান

যেকোনো চরিত্রেই সাবলীলভাবে নিজের মধ্যে ধারণ করে ফুটিয়ে তুলতে কোনো জুড়ি নেই জয়া আহসানের। ভিন্নমাত্রার চরিত্রে অভিনয় করে বরাবরই দর্শকদের নজর কাড়েন তিনি। এবারও তার ব্যতিক্রম হলো না। এবার ডাইনি রূপে হাজির হয়ে তাক লাগিয়ে দিলেন অভিনেত্রী।

সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে জয়া অভিনীত সিরিজ ‘বেসুরা’। এতে ক্যামিও চরিত্রে হাজির হয়ে সবাইকে চমকে দেন অভিনেত্রী। পর্দায় মেকআপের গুণে ডাইনি চরিত্রে তাকে বোঝাই ছিল কষ্টসাধ্য। গল্পের প্রয়োজনে শেষভাগে এমন রূপে ধরা দেন তিনি। সিরিজটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূন। মা গুলতেকিন খানের সঙ্গে সিরিজের গল্পটি লিখেছেন তিনি।

সিরিজের গল্পে দেখা যায়, ছোট্ট একটি মেয়ে সুর সাধনা করছে। কিন্তু সেই সুর বেসুরো হওয়ায় একটি কণ্ঠ ভেসে আসে। যেখানে বলা হয়, সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করা হবে। এর মধ্যে যদি সুর না আসে, তাহলে বাকি জীবন কাটাতে হবে কসাই ঘরে মেয়েটিকে।

এক পর্যায়ে ছোট মেয়েটি জানতে পারে, সুরের সন্ধান পেতে হলে ডাইনির কাছে যেতে হবে তাকে। পরে ডাইনির কাছে গিয়েই অভিশাপ কাটে তার। পাশাপাশি মেয়েটির গলায় সুরও আসে। আর গল্পের সেই ডাইনি চরিত্রেই হাজির হন জয়া।

এ প্রসঙ্গে গণমাধ্যমে জয়া বলেন, দর্শকরা সবাই কম-বেশি জানেন, আমি ক্যারেক্টার আর্টিস্ট, ভিন্ন রকম চরিত্র করতে পছন্দ করি। গল্পটাও আমার কাছে গুরুত্বপূর্ণ। নুহাশ হুমায়ূন ও গুলতেকিন খান মিলে ভীষণ শক্তিশালী গল্প লিখেছেন। ক্যামিও চরিত্র হিসেবে কাজটি করেছি।

প্রসঙ্গত, ‘বেসুরা’ সিরিজে জয়া ছাড়া আরও অভিনয় করেছেন সুমাইয়া শিমু, ইসলাম উদ্দিন পালাকার, মান, এরফান মৃধা শিবলু, বাবলু বোস, মাসউদুর রহমানসহ অনেকে।

আরটিভি/এইচএসকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ে প্রসঙ্গে যা বললেন জয়া আহসান
আতশবাজি-ফানুস উৎসব নিয়ে যে বার্তা দিলেন জয়া
জয়ার নতুন ছবি মুক্তি পাচ্ছে আজ, দেখা যাবে যেসব হলে
এবার দেশি ওটিটিতে ঝলক দেখাবেন জয়া