• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

‘সবার চোখে মুখে আমাকে হারানোর ভয় দেখতে পাচ্ছিলাম’

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১০ জানুয়ারি ২০২৫, ১৬:৫৯
সংগৃহীত
ছবি: সংগৃহীত

অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ছোট পর্দার বর্তমান সময়ের দর্শকপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। বেশ কয়েকদিন হাসপাতলে থাকার পর বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে বাসায় ফিরেছেন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক পোস্ট দিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন মুশফিক আর ফারহান। সেখানে তিনি লিখেন, আমাকে দেখতে আসছে অসংখ্য শুভাকাঙ্ক্ষী, প্রযোজক, পরিচালক, সহকর্মী, প্রিয় দর্শকেরা। আমি সবাইকে দেখে মুচকি হাসছি, কি বলব বুঝতে পারছি না, হাসি দিয়ে বুঝাতে চাইলাম চিন্তা করোনা, বেঁচে আছি ভাই।

এই অভিনেতা আরও লিখেন, আমি শুধু সবার চোখে মুখে আমাকে হারানোর ভয় দেখতে পাচ্ছিলাম। আমি ভীষণ আবেগ প্রবন মানুষ, অনেক কষ্টে আবেগকে ধরে রাখছিলাম। আর ভাবছি যারা এত ভালোবাসে তাদের জন্য হলেও আমাকে নতুন ভাবে বাঁচতে হবে।

এবারের যাত্রায় বাসায় ফিরছি উল্লেখ করে তিনি লিখেন, আমার প্রিয় দর্শক, সাংবাদিক, সহকর্মী, কলাকুশলী যারাই আমার খোঁজ খবর নিয়মিত নিয়েছেন এই ক’দিন আমি তাদের কাছে চির কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসাতেই আমি ফারহান হয়েছি, ইনশাল্লাহ আপনাদের এই অকৃত্রিম ভালোবাসাই ফারহানকে বাঁচিয়ে রাখবে ভালবাসা সবার জন্য।

আরটিভি/এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়