• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

রাফির কথায় অনিমেষের ‘ক্ষমা চাই’

আরটিভি নিউজ

  ১০ জানুয়ারি ২০২৫, ২২:৩৭
সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের সঙ্গীতাঙ্গনে যাদের দাপুটে বিচরণ তাদের মধ্যে অন্যতম অনিমেষ রায়। মূলত ইউটিউবে হাজং ভাষার গান গেয়ে সংগীতে পরিচিতি শুরু তার। এরপর ‘নাসেক নাসেক’ দিয়ে আলোচনায় আসেন। সম্প্রতি প্রকাশ পেল অনিমেষ রায়ের নতুন গান ‘ক্ষমা চাই’।

রাফিউজ্জামান রাফির কথায় ক্ষমা চাই গানটির সুর করেছেন আলাউদ্দিন মাহমুদ সমীর। সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।

গানটি নিয়ে অনিমেষ বলেন, গানের কথায় মাটির সুর, আধ্যাত্মবাদের যোগ আছে। সঙ্গে সংগীতায়োজনের দারুণ সমন্বয় হয়েছে। আমিও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।

গীতিকার রাফি বলেন, স্রষ্টার কাছে অনুতপ্ত বান্দার আকুতি তুলে ধরার চেষ্টা করেছি গানের কথায়। বাকি যা করার সুরকার আলাউদ্দিন ভাই এবং সংগীত পরিচালক সুমন কল্যাণ দাদা করেছেন। অনিমেষ রায় দারুণ গেয়েছেন।

আরটিভি/এএ/এআর


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়