• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেঙ্গল মাল্টিমিডিয়ার ‘এখানে নোঙর’

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১১ জানুয়ারি ২০২৫, ১৭:৫৫
ছবি: সংগৃহীত

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর বসেছে শনিবার (১১ জানুয়ারি)। এবারের স্লোগান—‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ।’ এবার ৯টি বিভাগে দেখানো হবে ৭৫টি দেশের ২২০টি চলচ্চিত্র।

সে তালিকায় জায়গা করে নিয়েছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত ওয়েব ফিল্ম ‘এখানে নোঙর’। আগামী ১৩ এবং ১৮ জানুয়ারি উৎসবটির প্যারানামা বিভাগের কম্পিটিশন রাউন্ডে দেখানো হবে সিনেমাটি।

জানা গেছে, ১৩ জানুয়ারি সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরে এবং ১৮ জানুয়ারি শিল্পকলা আর্ট গ্যালারিতে বিকেল সাড়ে ৫টায় প্রদর্শিত হবে ‘এখানে নোঙর’। রাজিবুল ইসলাম রাজিবের রচনায় সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক মেহেদী রনি। এতে জুটি বেঁধেছেন আদর আজাদ ও স্পর্শিয়া।

এ প্রসঙ্গে আরটিভি নিউজকে বেঙ্গল মাল্টিমিডিয়ার পরিচালক ও প্রযোজক সৈয়দ আশিক রহমান বলেন, ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল আমাদের দেশের চলচ্চিত্রাঙ্গনের সব মানুষের ও দর্শকদের জন্য অত্যন্ত আনন্দের। ইতোপূর্বে এ উৎসবে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ‘জন্মভূমি’সহ একাধিক চলচ্চিত্র প্রদর্শিত এবং প্রশংসিত হয়েছে।

তিনি আরও বলেন, এবারের উৎসবে আমাদের ‘এখানে নোঙর’ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে জেনে আমরা আনন্দিত। নদীপাড়ের জনগোষ্ঠীকে নিয়ে নির্মিত অসাধারণ এ চলচ্চিত্রটি দেখে আশা করি সবাই ভিন্ন ধরনের চলচ্চিত্র দেখার অভিজ্ঞতা পাবেন। আমি সিনেমাটির পরিচালকসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং উৎসবটির সামগ্রিক সাফল্য কামনা করছি।

অন্যদিকে সিনেমাটির নির্মাতা মেহেদী রনি বলেন, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ১৩ ও ১৮ জানুয়ারি উৎসবটির প্যারানামা বিভাগের কম্পিটিশন রাউন্ডে স্ক্রিনিং হতে যাচ্ছে ‘এখানে নোঙর’। এটা আমার জন্য ভীষণ ভালো লাগার একটি বিষয়। ১৮ জানুয়ারি সিনেমাটির প্রদর্শনীতে উপস্থিত থাকব আমি।

প্রসঙ্গত, ‘এখানে নোঙর’ সিনেমায় আদর আজাদ ও স্পর্শিয়া ছাড়া আরও অভিনয় করেছেন, শহিদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, মামুনুর রশীদ, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। আগামী ১৯ জানুয়ারি পর্দা নামবে ৯ দিনব্যাপী এ উৎসবের।

আরটিভি/এইচএসকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে বিকেলে
এবার জুরির দায়িত্ব পেলেন বাঁধন
জানুয়ারিতে ঢাকায় বসছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
নিয়ম ভেঙে চলচ্চিত্র পুরস্কার, বাংলাদেশকে নিষেধাজ্ঞা