• ঢাকা রোববার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১
logo

লস অ্যাঞ্জেলেসের দাবানলে প্রাণ হারালেন সাবেক শিশু তারকা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১২ জানুয়ারি ২০২৫, ১৫:৩৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানলের আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারকারাও। প্যারিস হিলটন, জেনিফার গ্রে, ক্যারি এলওয়েসসহ বেশ কয়েকজন তারকার বাসভবন পুড়ে ছাই হয়ে গেছে আগুনে। এতে প্রাণ হারিয়েছেন একজন সাবেক শিশু তারকা। তার নাম ররি সাইকস।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৩২ বছর। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ররির মা শেলি সাইকস। তিনি নিজের এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে লিখেছেন, আমি গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে আমার প্রিয় ছেলে @Rorysykes মালিবু অগ্নিকাণ্ডে গতকাল মারা গেছেন। আমি বিধ্বস্ত।

ররির মা আরও লিখেছেন, সে বহু সার্জারি এবং থেরাপির মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিল এবং হাঁটতে শিখেছিল। দুর্ভোগের মধ্যেও ররি আফ্রিকা থেকে আন্টার্কটিকা পর্যন্ত বিশ্বের বিভিন্ন স্থান ভ্রমণ করতে উৎসাহী ছিল।

১৯৯২ সালের ২৯ জুলাই যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন ররি। শিশু অবস্থায় অস্ট্রেলিয়ায় চলে যান। পরে যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন। ১৯৯৮ সালে শৈশবকালে ব্রিটিশ টিভি শো ‘কিডি ক্যাপারস’ এবং ২০০৩ সালে অস্ট্রেলিয়ান শো ‘মর্নিংস উইথ কেরি-অ্যান’-এ উপস্থিত হয়ে দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পান। পাশাপাশি পেশাদার মোটিভেশনাল স্পিকার এবং দানবীর হিসেবেও সুপরিচিত ছিলেন তিনি।

আরটিভি/এইচএসকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃত্যু বেড়ে ১৬
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল, কারণ নিয়ে যা ভাবছেন তদন্তকারীরা
লস অ্যাঞ্জেলেসে দাবানলে নিহত বেড়ে ১১, রেড ফ্ল্যাগ সতর্কতা জারি
লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ন্ত্রণে সামান্য অগ্রগতি