সিনেমার প্রিমিয়ারে গিয়ে হার্ট অ্যাটাক, সংকটাপন্ন অভিনেতা
বলিউডের দর্শকপ্রিয় অভিনেতা টিকু তালসানিয়া, শুক্রবার (১০ জানুয়ারি) রাতে তিনি প্রেক্ষাগৃহে এক গুজরাটি সিনেমার প্রিমিয়ারে গিয়েছিলেন। আর সিনেমাটি দেখার পর সেখানেই হার্ট অ্যাটাক করেন। সংকটজনক অবস্থায় মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
ইয়নের প্রতিবেদন থেকে জানা গেছে টিকু তালসানিয়ার এখন মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে চিকিৎসা চলছে।
প্রসঙ্গত, নাটকের মাধ্যমে অভিনয়জগতে পা রেখেছিলেন টিকু। এরপর সমানতালে বড় পর্দা ও ছোট পর্দায় অভিনয় করে গেছেন তিনি। ১৯৮৬ সালে তিনি তার ক্যারিয়ারের প্রথম হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন। সিনেমার নাম ছিল ‘প্যায়ার কে দো পল’।
তবে বলিউডে কমেডি অভিনেতা হিসেবে বেশি জনপ্রিয়তা পেয়েছেন টিকু। ‘দিল হ্যায় কে মানতা নেহি’, ‘উমর ৫৫ কি দিল বচপন কা’, ‘বোল রাধা বোল’, ‘মিস্টার বেচারা’সহ আরও বেশকিছু বক্স অফিস হিট সিনেমায় অভিনয় করেছেন তিনি। তাকে শেষ বড় পর্দায় দেখা গিয়েছিল ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’ সিনেমাতে। রাজ শান্ডিল্য পরিচালিত এই সিনেমার প্রধান দুই চরিত্রে ছিলেন ভিকি কৌশল এবং তৃপ্তি দিমরি।
আরটিভি/এএ-টি
মন্তব্য করুন