• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

‘অন্যের ঘর পুড়লে তবলা বাজাও, নিজের ঘর পুড়ছে কী বাজাবা’

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৩ জানুয়ারি ২০২৫, ১২:৪৬
সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। অসংখ্য রোমান্টিক চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেন তিনি। তবে দর্শকের কাছে অভিনেতা বাপ্পারাজ মানেই ব্যর্থ প্রেম বা ট্র্যাজেডির গল্প। অর্থাৎ ত্রিভুজ প্রেম বা স্যাক্রিফাইসের গল্প নির্ভর সিনেমাগুলোর কারণে আজও এই নায়ক বেশ জনপ্রিয়।

জনপ্রিয়তা থাকলেও বর্তমানে সিনেমায় তাকে আর দেখা যায় না বলা যায়। বর্তমানে পর্দার বাইরে রয়েছেন তিনি। তবে মাঝে মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত প্রকাশ করতে দেখা যায় তাকে। তার সেসব মতামত নিয়েও আলোচনা চলে নেটিজেনদের মাঝে।

শনিবার (১১ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, অন্যের ঘর পুড়লে তবলা বাজাও, এখন নিজের ঘর পুড়ছে, কী বাজাবা।

সেখানে অনেকেই অনেক রকমের মন্তব্য করেছেন। অভিনেতাকে অনেকেই প্রশ্ন করেছেন কার উদ্দেশ্যে এসব বলছেন তিনি। যদিও বাপ্পারাজ পোস্টের পর আর কিছু জানাননি। ওই পোস্টে একজন লিখেছেন, বাজানোর সবকিছুই পুড়ে গেছে ভাই।

আরেকজন লিখেছেন, সববাইকে হলিউডে যেতে ব‌লেন। ওইখা‌নে পুড়ে শেষ হয়ে যাক।

অন্য একজন লিখেছেন, শ্রদ্ধেয় ভাই এখন কিছু বাজানোর মতো নেই। কারণ, সবই তো পুড়ে গেছে। যা-ও অবশিষ্ট আছে সেগুলো দিয়ে তবলা বাজবে না, হয়তো ডুগডুগি বাজাবে অথবা টুং টাং আওয়াজ করবে। ওটাই মনের সান্ত্বনা নিয়ে ঘুরতে হবে। ভাই বেশি কিছু বলে ফেললাম নাকি।

আরটিভি/এএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ব্যর্থ প্রেম’ বিষয়ক উপদেষ্টা, মুখ খুললেন বাপ্পারাজ
ইন্ডাস্ট্রিতে এখন ধান্দাবাজ মানুষই বেশি: বাপ্পারাজ
চলচ্চিত্র থেকে দূরে সরে যাওয়ার কারণ জানালেন রাজ্জাকপুত্র সম্রাট
যেমন নেতা-নেত্রী, তেমন কর্মীরাও : বাপ্পারাজ