• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

মোশাররফ-পার্নোর ‘বিলডাকিনি’ আসছে ২৪ জানুয়ারি

আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২৫, ১২:০৭
সংগৃহীত
ছবি: সংগৃহীত

নন্দিত অভিনেতা মোশাররফ করিম। তার দর্শকপ্রিয় নাটকের শেষ নেই। সিনেমা অঙ্গনেও করেছেন বাজিমাত। শুধু দেশ নয়, দেশের বাইরেও তিনি তার অভিনয় দিয়ে জয় করেছেন দর্শকদের মন।

অন্যদিকে টলিউডের জনপ্রিয় মুখ পার্নো মিত্র। নানা সময় ভিন্নধর্মী কাজে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। এবার এই দুই দেশের তারকা একসঙ্গে আসতে যাচ্ছেন প্রেক্ষাগৃহে। তাদের অভিনীত ‘বিলডাকিনি’ সিনেমা মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে।

পোস্টার উন্মোচনের মধ্য দিয়ে সিনেমার নির্মাতা ফজলুল কবীর তুহিন ঘোষণা দিয়েছেন, ২৪ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিলডাকিনি।

সিনেমাটি নিয়ে মোশাররফ করিম বলেন, এই সিনেমাটি আমার অনেক প্রিয়। তার প্রধান কারণ হচ্ছে এটি আমাদের সমাজের কথা বলে, সমাজের সমস্যার কথা বলে। সমস্যা থেকে উত্তরণের কথা বলে। মানুষের অমানুষ হয়ে ওঠার কথা বলে এবং অমানুষকে মানুষ করার কথা বলে। আমি ব্যক্তিগতভাবে অভিনয় করে সন্তুষ্ট এবং তৃপ্ত।

গত বছরের ১৭ জানুয়ারি সেন্সর ছাড়পত্র পেয়েছিল সিনেমাটির। এরপর বেশ কয়েকবার মুক্তির সিদ্ধান্ত নিলেও নানা জটিলতায় মুক্তি দেওয়া হয়নি।

‘বিলডাকিনি’তে মোশাররফ করিমকে দেখা আছেন মানিক মাঝি চরিত্রে। বাউলের সন্তান সে। অন্যদিকে পার্নোর চরিত্রের নাম হানুফা। গ্রামীণ নারী হানুফার গল্পেই আবর্তিত হয় বিলডাকিনি চলচ্চিত্রের কাহিনি। সিনেমাটির অন্যতম চরিত্রে আছেন শাহজাহান সম্রাট। এ ছাড়াও আরও অভিনিয় করেছেন গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, সাবেরী আলম, মনোজ প্রামাণিক প্রমুখ। সরকারি অনুদানের পাশাপাশি সহযোগী প্রযোজনায় আছে ডেটা সলিউশন।

২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘বিলডাকিনি’ সিনেমার পরিচালক হিসেবে মনজুরুল ইসলামের নাম ছিল; পরে তার বদলে সিনেমাটি তুহিনকে পরিচালনার দায়িত্ব দেন প্রযোজক আবদুল মমিন।

আরটিভি/এএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়