যুক্তরাষ্ট্রে দাবানলে পিছিয়ে গেল অস্কার আয়োজন

বিনোদন ডেস্ক, আরটিভি

মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ , ০৪:৪৩ পিএম


যুক্তরাষ্ট্রে দাবানলে পিছিয়ে গেল অস্কার আয়োজন
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানলের আগুনে সাধারণ মানুষের পাশাপাশি ক্ষতিগ্রস্ত তারকারাও। প্যারিস হিলটন, বেন অ্যাফ্লেক, জেনিফার গ্রে, ক্যারি এলওয়েসসহ বেশ কয়েকজন তারকার বাসভবন পুড়ে গেছে। শুধু তাই নয়, এ পরিস্থিতিতে একাডেমি অ্যাওয়ার্ডস, গ্র্যামিসহ একাধিক অনুষ্ঠান পিছিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। 

বিজ্ঞাপন

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে অনুযায়ী, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু দাবানলের এমন পরিস্থিতিতে পিছিয়ে দেওয়া হয়েছে এই অনুষ্ঠান। এখনও নতুন কোনো সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ।

প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নিজের সমস্ত অনুষ্ঠান বাতিল করেছেন পপ গায়িকা জেনিফার লোপেজ। দাবানলের গ্রাসে বাসভবন হারিয়েছেন বিলি ক্রিস্টাল। যিনি একাধিকবার একাডেমি অ্যাওয়ার্ডসের সঞ্চালনা করেছেন। এই অবস্থায় তার পক্ষে অনুষ্ঠানটিতে যোগ দেওয়া কোনোভাবেই সম্ভব নয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে একাডেমির সিইও বিল ক্রেমার জানান, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিধ্বংসী আগুনে যারা এত ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সবার প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। এ ছাড়া লস অ্যাঞ্জেলসে আমাদের অনেক সহকর্মী রয়েছেন। তাদের বলতে চাই, আমরা আপনাদের জন্য চিন্তিত।

২০২৫ সালে একাডেমি অ্যাওয়ার্ডস সঞ্চালনার দায়িত্ব পেয়েছেন মার্কিন টেলিভিশন শোয়ের জনপ্রিয় অ্যাঙ্কর কোনান ও ব্রায়েন। আগামী ১৭ জানুয়ারি মনোনয়নের ঘোষণা হওয়ার থাকলেও, তা দুদিন পিছিয়ে ১৯ জানুয়ারি করা হয়েছে। অন্যদিকে আগামী ২ মার্চ ডলবি থিয়েটারে এ পুরস্কার প্রদান অনুষ্ঠানের তারিখ নির্ধারিত ছিল। তবে সেটাও পিছিয়ে দেওয়া হয়েছে। 


আরটিভি/এইচএসকে-টি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission