ইসলাম ধর্ম গ্রহণ করলেন অভিনেতার স্ত্রী

বিনোদন ডেস্ক, আরটিভি

বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ , ০৪:৫৫ পিএম


ইসলাম ধর্ম গ্রহণ করলেন অভিনেতার স্ত্রী
ছবি: সংগৃহীত

বর্তমানে লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে রয়েছেন বলিউড অভিনেতা সাহিল খান। তবে অভিনয় দিয়ে আলোচনায় না থাকলেও গেল বছর ২৬ বছরের ছোট বেলারুশের নাগরিক মেলিনাকে বিয়ে করে শোরগোল ফেলে দেন অভিনেতা। এবার সাহিল জানালেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তার স্ত্রী।  

বিজ্ঞাপন

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে স্ত্রীর সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেতা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘খুবই গর্বের সঙ্গে ঘোষণা করছি যে, আমার স্ত্রী মেলেনা আলেকজান্দ্রা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। চমৎকার এই জার্নির জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং আমাদের দোয়া কবুল করুন। আমিন।’

এ দিকে অভিনেতার স্ত্রী মেলিনার ধর্মান্তরিত হওয়ার খবরটি ভালোভাবে গ্রহণ করেননি নেটিজেনরা। অনেকে যেমন অভিবাদন জানিয়েছেন, অনেকে আবার কটাক্ষও করেছেন।

বিজ্ঞাপন

এর আগে, ভারতীয় গণমাধ্যমের একটি সাক্ষাৎকার স্ত্রীর বিষয়ে সাহিল বলেন, ‘মেলিনার বয়স এখন ২১ বছর। সে বেলারুশের নাগরিক। সম্প্রতি পড়াশোনা শেষ করেছে। বিয়ের পর খুবই ইতিবাচক অনুভূতি হচ্ছে। এখন বুঝতে পারছি, মানুষ কেন বিয়ে করে। আমি এখন খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছি।’

বয়সের ব্যবধান বাধা হয়নি সাহিল-মেলিনার সম্পর্কে। অভিনেতার ভাষ্যমতে— মেলিনা খুবই বুদ্ধিমতী আর সংবেদনশীল। ওর বয়স বেশ কম। আমাদের বয়সের পার্থক্য অনেক। তার বয়স ২১ হলেও অনেক তরুণীর চেয়ে মানসিকভাবে বেশি পরিণত এবং খুব শান্ত।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, এটি সাহিলের দ্বিতীয় বিয়ে। ২০০৩ সালে ইরানি বংশোদ্ভূত নরওয়েজিয়ান অভিনেত্রী নেগার খানকে বিয়ে করেছিলেন তিনি। তবে ২০০৫ সালে ভেঙে যায় তাদের এই সংসার।

 

আরটিভি/এইচএসকে
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission