• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

বাতিল হতে পারে অস্কার আয়োজন!

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৫ জানুয়ারি ২০২৫, ১৮:২০
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানলের আগুনে সাধারণ মানুষের পাশাপাশি ক্ষতিগ্রস্ত তারকারাও। পুড়ে ছাই হছে অনেকের বাসভবনও। ফলে পিছিয়ে দেওয়া হয়েছে গ্র্যামিসহ একাধিক অনুষ্ঠান। এবার শোনা যাচ্ছে, ভয়াবহ এ পরিস্থিতিতে প্রথমবারের মতো বাতিল হতে পারে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৭তম আসর।

৯৬ বছরের ইতিহাসে ভয়াবহ দাবানলের কারণে বাতিল হওয়ার পথে প্রথমবারের মতো অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কারণ এ মুহূর্তে অনুষ্ঠানটি উদযাপন করার মানসিকতা নেই আয়োজকদের।

জানা গেছে, আগামী সপ্তাহে যদি দাবানল কমেও যায়, তাও শহরের যে পরিমাণ ক্ষতি হবে তা মেটানো বেশ কঠিন। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই অনুষ্ঠানের জন্য যে খরচ হয় সেটা তহবিল থেকে লস অ্যাঞ্জেলেসের ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, অস্কার অনুষ্ঠিত হলেও ১ লাখ ৪০ হাজার পাউন্ড (১ লাখ ৭১ হাজার ডলার) মূল্যের গুডি ব্যাগ বাতিল করা হবে।

যদিও অস্কার অনুষ্ঠান বাতিলের খবরটি নিয়ে এখনও আনুষ্ঠানিক কিছুই নিশ্চিত করেনি অস্কার কমিটি।

আরটিভি/এইচএসকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লস অ্যাঞ্জেলেসের দাবানল ছড়িয়ে পড়েছে নতুন এলাকায়
যুক্তরাষ্ট্রে দাবানলে পিছিয়ে গেল অস্কার আয়োজন
লস অ্যাঞ্জেলেসের দাবানল নেভাতে ছড়ানো হচ্ছে ‘গোলাপি পাউডার’
লস অ্যাঞ্জেলেসে দাবানলের মধ্যেই চলছে চুরি ও লুটপাট