এক মঞ্চনাটকে তিন দ্রৌপদী
দেশ নাটকের ‘নিত্যপুরাণ’ নাটকের দ্রৌপদী চরিত্রে অভিনয় করছেন বন্যা মির্জা, সুষমা সরকার ও নাজনীন চুমকী। ২০১৬ সালের ১০ নভেম্বর নাটকটি নবরূপে মঞ্চে আসে। এরই মধ্যে নাটকটির কয়েকটি মঞ্চায়ন হয়েছে। সেখানে দ্রৌপদী চরিত্রে অভিনয় করেছেন বন্যা মির্জা।
আজ বৃহস্পতিবার ১১ জানুয়ারি সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটির মঞ্চায়ন হবে। এতে দ্রৌপদী চরিত্রে অভিনয় করবেন সুষমা সরকার। এই নাটকের নির্দেশক মাসুম রেজা আরটিভি অনলাইনকে বলেন, বন্যা, চুমকি, সুষমা তিনজনই দ্রৌপদী চরিত্রে পর্যাক্রমিকভাবে অভিনয় করবেন।
তিনি আরো বলেন, ‘আমরা এখন নিয়মিত নাটকটির প্রদর্শনী করছি। সুষমা এর আগেও এই নাটকে কাজ করেছিলেন। তখন তিনি কোরাস অংশে ছিলেন। এবার তাকে দ্রৌপদী চরিত্রের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
২০০০ সালে দেশ নাটকের সঙ্গে যুক্ত হন সুষমা সরকার। অভিনয় করেছেন ‘জনমে জন্মান্তর’ আর ‘বিরসা কাব্য’ নাটকে।
এরপর বেশ কয়েক বছর মঞ্চনাটকে দেখা যায়নি তাকে। তবে টিভি নাটকে ব্যস্ত ছিলেন এই অভিনেত্রী।
পাশাপাশি অভিনয় করেছেন চলচ্চিত্রে। সম্প্রতি ফাখরুল আরিফিন খান পরিচালিত ‘ভুবন মাঝি’ সিনেমার পর তিনি অভিনয় করেছেন নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ সিনেমায়।
উল্লেখ্য মহাভারতের সাতটি চরিত্র ‘পঞ্চপাণ্ডব’, ‘দ্রৌপদী’ আর ‘দ্রোন’কে নিয়ে নাট্যকার মাসুম রেজা লিখেছেন ‘নিত্যপুরাণ’। নাটকটির নির্দেশনাও দিয়েছেন তিনি।
পিআর/এম
আরও পড়ুন
মন্তব্য করুন