রাতে বাড়িতে ঢুকে সাইফকে ছুরিকাঘাত, যা বললেন কারিনা
মুম্বাইয়ের বান্দ্রায় গভীর রাতে বাড়িতে ঢুকে অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে অভিনেতাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এই মুহূর্তে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাইফ। এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন কারিনা কাপুর খান।
এ ঘটনায় কারিনার টিমের তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। এতে বলা হয়, হাতে আঘাত পেয়েছেন সাইফ। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন ও চিকিৎসা চলছে। আমাদের পরিবার নিরাপদে রয়েছে।
কারিনার পক্ষ থেকে ওই বিবৃতিতে আরও জানানো হয়, গণমাধ্যম ও ভক্তদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা ধৈর্য ধরুন। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। সাইফের প্রতি আপনাদের উদ্বেগ, ভালোবাসার জন্য ধন্যবাদ।
জানা গেছে, সাইফের শরীর থেকে অস্ত্রোপচারের মাধ্যমে ছুরির অংশ বের করেছেন চিকিৎসকেরা। একইসঙ্গে শেষ হয়েছে সাইফের স্নায়ুর অস্ত্রোপচার এবং কসমেটিক সার্জারিও।
বুধবার (১৫ জানুয়ারি) দিনগত রাত ২টার দিকে সাইফের বাড়িতে হানা দেয় দুর্বৃত্তকারীরা। পুলিশের প্রাথমিক ধারণা, ডাকাতির উদ্দেশেই এই হানা। দুর্বৃত্তকারীরা সাইফকে ছুরি দিয়ে জখম করে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, সাইফের পাশাপাশি তার বাড়িতে কর্মরত এক গৃহকর্মীকেও ছুরি দিয়ে কোপানো হয়েছে। তবে এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
বান্দ্রার সৎগুরু শরণ ভবনে স্ত্রী কারিনা কাপুর খান এবং দুই ছেলে তৈমুর ও জাহাঙ্গীরকে নিয়ে থাকেন সাইফ।
আরটিভি/এইচএসকে/এস
মন্তব্য করুন