• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

মারা গেছেন অ্যাকশন তারকা সুদীপ পাণ্ডে

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৬ জানুয়ারি ২০২৫, ১৮:৩০
সংগৃহীত
ছবি: সংগৃহীত

হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতের মুম্বাইয়ে মারা গেছেন ভোজপুরি অ্যাকশন তারকা অভিনেতা ও প্রযোজক সুদীপ পাণ্ডে। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে পরিবারের ঘনিষ্ঠ এক সূত্র।

জানা গেছে, ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন সুদীপ। বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার আকস্মিক মৃত্যুতে ভোজপুরি বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। ভেঙে পড়েছেন প্রিয়জনেরা মন খারাপ তার ভক্তদেরও।

সুদীপ ২০০৭ সালে ‘ভোজপুরিয়া ভাইয়া’ ছবির মাধ্যমে তার অভিনয়জীবন শুরু করেন। দ্রুত একজন অ্যাকশন তারকা হিসেবে পরিচিতি ও খ্যাতি অর্জন করেন তিনি। ‘প্যায়ার মে’, ‘বলওয়া’ এবং ‘ধরতি’র মতো কিছু ভোজপুরি ছবিতে কাজ করেছিলেন সুদীপ।

২০১৯ সালে তাকে হিন্দি ছবি ‘ভি ফর ভিক্টর’-এ দেখা গিয়েছিল। সম্প্রতি ‘পারো পাটনা ওয়ালি’ ছবির দ্বিতীয় অংশের শুটিং শুরু করেছিলেন তিনি। কিন্তু তা আর শেষ করা হল না৷ হৃদরোগ কেড়ে নিল জনপ্রিয় অভিনেতাকে।

আরটিভি/এএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জলে কুমির ডাঙায় রাসেলস ভাইপার, ‘ফেউ’ নিয়ে অভিনেতাদের ভয়াবহ অভিজ্ঞতা
ইসলাম ধর্ম গ্রহণ করলেন অভিনেতার স্ত্রী
সিনেমার প্রিমিয়ারে গিয়ে হার্ট অ্যাটাক, সংকটাপন্ন অভিনেতা
ফুটওয়্যার ব্র্যান্ড ওয়াকারুর সঙ্গে যুক্ত হলেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো