শিল্পের নতুন সম্ভাবনার পথে ‘বিগশট ক্রিয়েশন’র অনন্য উদ্যোগ
বাংলাদেশের শিল্প ও সংস্কৃতিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিগশট ক্রিয়েশন ‘সোল অফ বেঙ্গল’ শিরোনামে শুরু করেছে ব্যতিক্রমী শিল্প উদ্যোগ। এই প্রকল্পের প্রথম পর্ব চিল এন্ড চার্ম অনুষ্ঠিত হচ্ছে ময়মনসিংহ জেলার ভালুকার কাঠালি গ্রামের নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশে।
প্রকল্পটি দেশের স্বনামধন্য শিল্পীদের নিয়ে এক অনন্য উদ্যোগ, যেখানে সৃজনশীলতা ও প্রকৃতির অপূর্ব মেলবন্ধন ঘটবে। এই ক্যাম্পে অংশ নিয়েছেন বাংলাদেশের চারুকলা জগতের প্রথিতযশা শিল্পী এবং শিক্ষকগণ। তাদের মধ্যে রয়েছেন প্রফেসর হামিদুজ্জামান খান, প্রফেসর ড. আবদুস সাত্তার, প্রফেসর শেখ আফজাল হোসেন, প্রফেসর এ এ এম কাওসার হাসান, প্রফেসর ড. আজহারুল ইসলাম চঞ্চল, শিল্পী আহমেদ সামসুদ্দোহা, শিল্পী আইভি জামান, শিল্পী শাহনূর মামুন, শিল্পী মাহমুদুর রহমান দীপন, এবং শিল্পী অভিজিৎ চৌধুরী।
ক্যাম্পটি তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে, যেখানে অংশগ্রহণকারীরা প্রকৃতির মাঝে ডুবে গিয়ে তাদের সৃজনশীল প্রতিভাকে মেলে ধরবেন। শিল্পীদের প্রতিভা এবং অভিজ্ঞতা কাঠালির নৈসর্গিক সৌন্দর্যের সাথে একত্রিত হয়ে এমন কিছু সৃষ্টি করবে, যা বাংলাদেশের ঐতিহ্য এবং প্রকৃতির গল্পকে চিত্রকর্মে তুলে ধরবে।
বিগশট ক্রিয়েশনের পক্ষ থেকে পরিচালক আজাদ কালাম বলেন, এই প্রকল্পের মাধ্যমে আমরা শুধু শিল্প সৃষ্টি করছি না, আমরা বাংলাদেশের শিল্পকর্মকে আন্তর্জাতিক মঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। গ্রামের শান্ত পরিবেশ শিল্পীদের নতুন অনুপ্রেরণা যোগাবে, যা তাদের সৃষ্টিতে প্রতিফলিত হবে। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের শিল্পীরা বিশ্বমঞ্চে নিজেদের সেরা কাজ উপস্থাপনের সুযোগ পাবেন এবং দেশীয় সংস্কৃতিকে নতুনভাবে তুলে ধরার একটি অনন্য প্ল্যাটফর্ম পাবেন।
আয়োজিত ক্যাম্পটির কমিউনিকেটরস এবং মিডিয়া পার্টনার হিসেবে আছে আরটিভি এবং রেডিও টুডে।
শিল্পীদের অনন্য চিত্রকর্মগুলো স্থানীয় ও আন্তর্জাতিকভাবে প্রদর্শিত এবং বিক্রয়ের জন্য উন্মুক্ত করা হবে, বিশেষ করে কানাডা, আমেরিকা এবং ইউরোপের বাজারে।
আরটিভি/এএ
মন্তব্য করুন