সাইফকে ছুরিকাঘাত
জবানবন্দিতে রোমহর্ষক বর্ণনা, ১ কোটি রুপি দাবি করেছিল দুর্বৃত্ত
গভীর রাতে বাড়িতে ঢুকে বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে দুর্বৃত্তরা ঢুকে পড়ে। ওই সময় তাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। বলিউড তারকা ও নবাব পরিবারের এই সদস্যকে ছুরিকাঘাতের ঘটনায় রীতিমতো অবাক নেটিজেনরা। নড়েচড়ে বসেছে ভারতীয় প্রশাসন।
এদিকে, ভারতীয় সংবাদ সংস্থা জানাচ্ছে পুলিশের কাছে ঘটনাপ্রসঙ্গে বুধবার (১৫ জানুয়ারি) ঘটনার জবানবন্দি দিয়েছেন সাইফ আলি খান ও স্ত্রী কারিনা কাপুরের পরিচারিকা।
জানা গেছে, প্রথমে ঘরের মধ্যে, বাথরুমের পাশে আচমকা ছায়া লক্ষ করেন তিনি। প্রাথমিকভাবে তিনি মনে করেন, কারিনা ছোট ছেলের ঘরে যাচ্ছেন। কিন্তু কিছুক্ষণেই, ছায়ার দিকে কিছুটা এগোতেই ভুল ভাঙে। স্পষ্ট দেখতে পান, অন্য একটি মধ্যবয়স্ক যুবক গভীররাতে ঘরের ভেতর। পরিচারিকাকে দেখেই তার ওপর ধারাল অস্ত্র দিয়ে হামলা চালায় দুষ্কৃতি। ইতোমধ্যে সেখানে দ্বিতীয় পরিচারিকা হাজির হয়ে দুষ্কৃতিকে জিজ্ঞাসা করেন ‘কী চায়?’ এই প্রশ্নের উত্তরে দুষ্কৃতি সাফ জানায়, ‘এক কোটি রুপি।’
কথা-কাটাকাটি শুনেই ঘর থেকে বেরিয়ে আসেন সাইফ। তিনি দুষ্কৃতিকে বাধা দেওয়ার চেষ্টা করেন। তখনই পরপর তার ওপর এলোপাথাড়ি ধারাল অস্ত্রের কোপ চালায় সে। সাইফের হাতে, ঘাড়ে, মেরুদণ্ডে ছুরি দিয়ে কোপানো হয়েছে বলে জানা গেছে। পুলিশের দাবি, সাইফকে একাধিকবার কোপায় দুষ্কৃতি।
এদিকে, প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, সাইফের বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। কিন্তু সেখানে বুধবার (১৬ জানুয়ারি) রাতে ওই ঘটনার দুই ঘণ্টা আগ পর্যন্ত কাউকে বাড়িতে ঢুকতে দেখা যায়নি। মনে করা হচ্ছে, দুপুরেই দুষ্কৃতিকারী বাড়িতে ঢুকে বসেছিল।
চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণের জন্য আইসিইউতে নেওয়া হয়েছে সাইফ আলি খানকে। শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই দিন পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে তাকে।
সাইফের জনসংযোগ টিমের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে সাইফের, এখন শঙ্কামুক্ত তিনি। চিকিৎসকেরা তার দেখভাল করছেন। তার পরিবারের অন্য সদস্যরা নিরাপদে আছেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।
কারিনা ও সন্তানরা নিরাপদ আছে বলে জানিয়েছে তাদের গণসংযোগ কর্মকর্তা। লীলাবতী হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচার করা হয়েছে সাইফ আলি খানের। আপাতত স্থিতিশীল তিনি। আড়াই ঘণ্টা ধরে চলে সাইফ আলি খানের অস্ত্রোপচার। অভিনেতার শরীর থেকে ২-৩ ইঞ্চি একটি ধারালো বস্তু বের করা হয়েছে। চিকিৎসকরা মনে করছেন, ওটা ছুরির অংশ। এছাড়া সাইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফলভাবে শেষ হয়েছে।
আরটিভি/এএ
মন্তব্য করুন