• ঢাকা শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১
logo

ভারতের ভিসা নিয়ে মন খারাপ পরীমণির

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৭ জানুয়ারি ২০২৫, ১০:৩৪
পরীমণি

কলকাতায় শুক্রবার (১৭ জানুয়ারি) মুক্তি পাচ্ছে চিত্রনায়িকা পরীমণি অভিনীত সিনেমা ‘ফেলুবক্সী’। এই সিনেমার মাধ্যমে টালিউডে পা রাখছেন তিনি। কিন্তু দুর্ভাগ্যবশত সিনেমার প্রিমিয়ারে সেখানে উপস্থিত হতে পারছেন না পরীমণি।

জানা গেছে, ভিসা জটিলতায় দেশেই থাকতে হচ্ছে তাকে। তাই মন খারাপ চিত্রনায়িকার। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুকে বিষয়টি নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি।

পাঠকদের জন্য পরীমণির পোস্টটি হুবহু তুলে ধরা হলো—

‘আগামীকাল ১৭ জানুয়ারি ২০২৫ এ আমার প্রথম সিনেমা ‘ফেলুবক্সি’ রিলিজ হবে! আমার কাছে এই প্রথমটা একটু অন্যরকম স্পেশাল। কারণ, এটা আমার কলকাতার প্রথম সিনেমা।

সিনেমা রিলিজ তো নিশ্চয়ই অনেক আনন্দের মুহূর্ত। কিন্তু মন খারাপ হচ্ছে ভীষণ রকম। ভিসাটা হলো নাহ! খুব মিস করছি আমার ‘ফেলুবক্সি’টিমের সবাই কে। কান্না পাচ্ছে কিন্তু আমার। ডানা কাটা পরী বলেই আজ উরে যেতে পারি না।

যাই হোক, কলকাতা আমি যেতে পারিনি কিন্তু ‘ফেলুবক্সি’র লাবণ্যকে সবাই দেখতে পাবেন আগামীকাল আপনার কাছের সিনেমা হলে। আমি আপনাদের ভালোবাসা পাওয়ার অপেক্ষায় রইলাম। প্রিয় কলকাতা ভালোবাসা নিও।’

গণমাধ্যমে এ প্রসঙ্গে পরীমণি বলেন, মনটা খুবই খারাপ। ভারতে আমার প্রথম সিনেমা ‘ফেলুবক্সী’ মুক্তি পাচ্ছে। মুক্তি উপলক্ষে সেখানে যাওয়ার জন্য আমি আবেদন করি। কিন্তু ১৪ জানুয়ারি আমার ভিসা রিজেক্ট করে দেওয়া হয়। এখন মন খারাপ করে ঘরে বসে আছি। তবে আমি যাব, ইনশাআল্লাহ।

সিনেমায় পরীমণির চরিত্রের নাম লাবণ্য। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা সোহম চক্রবর্তী। এ ছাড়া অভিনেত্রী মধুমিতা সরকারও রয়েছেন সিনেমায়।

‘ফেলুবক্সী’ নির্মান করেছেন দেবরাজ সিনহা। গেল বছরের এপ্রিলে শুটিং শেষ হয়েছে সিনেমাটির।

আরটিভি/এইচএসকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘুম থেকে উঠে ভিডিও’র পুরো অংশ দিয়ে আত্মসমর্পণ করলাম: পরীমণি
জয় আমার বান্ধবীর স্বামী, আমাকে জড়িয়ে গুঞ্জন ছড়াবেন না: পরীমণি
সন্তানদের সঙ্গে পরীমণির নতুন ভিডিও ভাইরাল
ছেলেকে নিয়ে ঘুরছেন রাজ, আবারও সম্পর্কের গুঞ্জন