• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অভিনেতার

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৮ জানুয়ারি ২০২৫, ১৩:২৩
সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা আমন জয়সওয়াল যাচ্ছিলেন নতুন কাজের অডিশন দিতে। কিন্তু শেষ পর্যন্ত আর অডিশন দেওয়া হলো না অভিনেতার। সড়ক দুর্ঘটনায় মাত্র ২২ বছর বয়সে প্রাণ গেল তার।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন একটি কাজের অডিশন দিতে যাচ্ছিলেন আমন। সেখানে যোগেশ্বরী সড়কে তার বাইকে সজোরে এসে ধাক্কা দেয় এক ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিনেতার। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ‘ধরতিপুত্র নন্দিনী’ ধারাবাহিকের গল্পকার ধীরজ মিশ্র।

‘ধরতিপুত্র নন্দিনী’ ধারাবাহিক জনপ্রিয়তা এনে দিয়েছিল আমনকে। মাত্র ২২-এ পেয়েছিলেন তুমুল পরিচিতি। দেখতে ছিলেন সুদর্শন, মেজাজে হাসিখুশি। ফলে অল্প সময়ে অনেকের সঙ্গে হয়েছিল বন্ধুত্ব।

আমন জয়সওয়াল মিডিয়াতে পথচলা শুরু করেন মডেল হিসেবে। পরে ধারাবিহকের মাধ্যমে দর্শকের ঘরের ছেলে হন। তরুণ এ অভিনেতার প্রয়াণে শোকের ছায়া নেমেছে তার সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে।

আরটিভি/এএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধামরাইয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ১ 
বান্দরবানে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
বরিশালে বাসের ধাক্কায় প্রাণ গেল সেনা সদস্যের স্ত্রীর
কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ইমাম নিহত