সাইফের ওপর হামলাকারী বাংলাদেশি, মুম্বাই পুলিশের চাঞ্চল্যকর তথ্য

বিনোদন ডেস্ক, আরটিভি

রোববার, ১৯ জানুয়ারি ২০২৫ , ১১:৪৬ এএম


সাইফের ওপর হামলাকারী বাংলাদেশি, মুম্বাই পুলিশের চাঞ্চল্যকর তথ্য
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় তোলপাড় গোটা ভারত। ইতোমধ্যে অভিনেতাকে ছুরিকাঘাতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। এবার এ ঘটনায় প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য। 

বিজ্ঞাপন

জানা গেছে, ওই ব্যক্তির নাম মোহাম্মদ শরীফ উল ইসলাম শেহজাদ। যিনি বিজয় দাস নামেও পরিচিত। তার বয়স ৩০।

মুম্বাই পুলিশ জানায়, সাইফকে হামলাকারী একজন বাংলাদেশি নাগরিক। ছয় মাস আগে পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন তিনি। এই ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করে গত কয়েক মাস ধরে মুম্বাইতে বসবাস করছিলেন বলে জানিয়েছে তারা। 

বিজ্ঞাপন

রোববার (১৯ জানুায়ারি) ভোরে ওই ব্যক্তিকে অভিনেতার বাড়ির ৩৫ কিলোমিটার দূর থেকে আটক করা হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। বর্তমানে তাকে খার থানায় রাখা হয়েছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এ প্রসঙ্গে ডিসিপি দীক্ষিত গেদাম জানান, অভিযুক্ত হামলাকারী বাংলাদেশি বলে অনুমান করার প্রাথমিক প্রমাণ রয়েছে। তার কাছে বৈধ ভারতীয় নথি নেই। কিছু নথি জব্দ করা হয়েছে যা ইঙ্গিত করে যে সে একজন বাংলাদেশি নাগরিক। অভিযুক্ত ব্যক্তিই প্রথমবার সাইফের বাসভবনে প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে।

মুম্বাই পুলিশের প্রাথমিক ধারণা, অভিযুক্ত হামলাকারী বাংলাদেশি এবং অবৈধভাবে ভারতে প্রবেশের পর নিজের নাম পরিবর্তন করেন। বর্তমানে বিজয় দাস নাম ব্যবহার করছিলেন তিনি। মুম্বাই ও এর আশেপাশেই বসবাস করতেন এবং একটি হাউসকিপিং এজেন্সিতে কাজ করতেন অভিযুক্ত সবাই।

বিজ্ঞাপন

এর আগে, ভারতের ছত্তিশগড় থেকে সন্দেহভাজন আকাশ কানোজিয়াকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ছাড়া সাইফের ওপর হামলায় ব্যবহৃত অস্ত্রের কিছু অংশও উদ্ধার করেছে পুলিশ।


আরটিভি/এইচএসকে/এআর
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission