বছরের শুরুতেই আরটিভির ‘মনের মাঝে তুমি’ নাটক দিয়ে ফারহানের চমক

বিনোদন ডেস্ক, আরটিভি

রোববার, ১৯ জানুয়ারি ২০২৫ , ০৩:৩৭ পিএম


বছরের শুরুতেই আরটিভির ‘মনের মাঝে তুমি’ নাটক দিয়ে ফারহানের চমক
ছবি: আরটিভি

বর্তমান সময়ের দর্শকপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। বছরের শুরুতেই ‘মনের মাঝে তুমি’ নাটক দিয়ে বাজিমাত করলেন তিনি। গেল ২৬ ডিসেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তি পায় নাটকটি।

বিজ্ঞাপন

মুক্তির পর থেকেই দর্শকদের মনে ঝড় তুলেছে ফারহানের ‘মনের মাঝে তুমি’। তার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ নাটকপ্রেমীরা। শুধু তাই নয়, গত ১৭ জানুয়ারি ইউটিউবে নাটকটি মুক্তির পর মাত্র ২১ ঘণ্টার ব্যবধানে ২ দশমিক ৩ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। 

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে ফারহান বলেন, ‘মনের মাঝে তুমি’ নাটকে কাজ করে ভীষণ ভালো লেগেছে। ক্যারিয়ারে অনেক কাজই করেছি। এটি আমার কাছে ভিন্ন ধাঁচের মনে হয়েছে। পাশাপাশি আমার জন্য চ্যালেঞ্জিংও ছিল। 

তিনি আরও বলেন, সেসময় শীতও ছিল প্রচণ্ড। কিন্তু প্রতিকূল পরিবেশের মধ্যেও শুটিং শেষ করেছি আমরা। কোনো ছাড় দিইনি। সবাই অনেক পরিশ্রম করেই কাজটি শেষ করেছি। নাটকটি মুক্তির পর থেকে সেই পরিশ্রমের ফল মিলছে। দর্শক খুব ভালোভাবে গ্রহণ করছেন নাটকটি।

বিজ্ঞাপন

‘মনের মাঝে তুমি’ নাটকে ফারহানের সঙ্গে জুটি বেঁধেছেন ফারিণ খান। তিনি বলেন, ভীষণ সুন্দর একটি গল্প। শুটিংয়ে অনেক প্ররিশ্রম করার পাশাপাশি বেশ মজাও করেছি আমরা। টিমের সবাইও অনেক আন্তরিক ছিলেন। কাজ করে ভালো লেগেছে। দর্শকরাও পছন্দ করছেন। সব মিলিয়ে ভালো লাগছে।

আব্রাম তামিমের চিত্রনাট্য ও সংলাপে ‘মনের মাঝে তুমি’ শিরোনামের নাটকটি পরিচালনা করেছেন রুবেল আনুশ। নবাবগঞ্জের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।

আরটিভি/এইচএসকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission