• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

এক সন্ধ্যায় দুই প্রদর্শনী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ জানুয়ারি ২০১৮, ১৮:২৮
ছবি: নাটকের দৃশ্যে রামিজ রাজু ও সংগীতা।

রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে আগামীকাল শুক্রবার, ১২ জানুয়ারি সন্ধ্যায় থিয়েটারওয়ালা রেপার্টরি মঞ্চস্থ করতে যাচ্ছে নাটক 'জবর আজব ভালোবাসা'।

অন্তন চেখভের রচনা অবলম্বনে এটি অনুবাদ করেছেন মোবারক হোসেন খান। তিনটি চরিত্রে সাজানো প্রযোজনাটির রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন। শুক্রবার সন্ধ্যায় নাটকটির দুটি প্রদর্শনী হবে বলে জানান নির্দেশক সাইফ সুমন।

নাটকে তিনটি মাত্র চরিত্র। এতে অভিনয় করবেন দেশের শীর্ষ তিনটি নাট্যদলের মেধাবী তিনজন অভিনয়শিল্পী। তারা হলেন- সাইফ সুমন (থিয়েটার আর্ট ইউনিট), সংগীতা চৌধুরী (নাট্যকেন্দ্র), রামিজ রাজু (প্রাঙ্গণেমোর)।

নাটকের মঞ্চ পরিকল্পনা করেছেন- শাকিল সিদ্ধার্থ, আলোক পরিকল্পনা করেছেন- অম্লান বিশ্বাস (নাগরিক নাট্যসম্প্রদায়), আবহসঙ্গীত- রামিজ রাজু(প্রাঙ্গণেমোর), আবহসঙ্গীত নিয়ন্ত্রণ- রাসেল/ আবির সায়েম(থিয়েটার আর্ট ইউনিট)।

রূপসজ্জা- জনি সেন, স্থিরচিত্র- রাজা, নাটকের লোগো- অরভিল রুবেল, প্রকাশনা- পিয়ার মোহাম্মদ। মঞ্চ ব্যবস্থাপক- রাসেল। সহকারী মঞ্চ ব্যবস্থাপক- আবির সায়েম। প্রযোজনা অধিকর্তা- হাসান শাহরিয়ার।

নির্দেশক সাইফ সুমন বলেন, ‘এই নাটকে নেই কোনো চিন্তার ব্যায়াম বা কোন বার্তা বা প্রশ্ন বা মতবাদের প্রাচুর্য। আছে মানুষের অন্তর্গত চিরন্তন অনুভূতি-ভালবাসা এবং এর প্রকাশ। আছে শুধুই নিরেট আনন্দ দানের প্রয়াস। শিল্পের কাছে তো ভোক্তা প্রথমত সেই আনন্দটাই চায়।

আরও পড়ুন

পিআর/এসজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়