সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিন: মিশা সওদাগর
নায়ক হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করলেও পরবর্তী সময়ে খলনায়ক হিসেবে জনপ্রিয় হন। সাধারণত খল অভিনেতাদের বাঁকা চোখে দেখা হলেও তার ক্ষেত্রে তেমনটা হয়নি। বর্তমানে তিনি ঢালিউডের প্রথম সারির খল অভিনেতা। বলা হচ্ছে মিশা সওদাগরের কথা। তিন দশকেরও বেশি সময় ধরে বড় পর্দায় দর্শক মাতাচ্ছেন এই অভিনেতা। এখন পর্যন্ত নয়শো পঞ্চাশটিও বেশি সিনেমায় অভিনয় করে রেকর্ড গড়েছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব মিশা সওদাগর। প্রায় সময়ই নিজের মাঝে থাকা নানা কথা শেয়ার করেন। সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট করেছেন রি অভিনেতা। সেখানে তিনি উল্লেখ করেছেন যে, সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিন।
রোববার (১৯ জানুয়ারি) ফেসবুকে একটি ছবি পোস্ট করে মিশা ক্যাপশনে লিখেছেন, সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিন। তবে হাসি মুখে পরিস্থিতি মেনে নিয়ে চেষ্টা করতে দোষ কি? সবাই ভালো থাকুক।
মিশার শেয়ারকৃত সেই ছবিতে দেখা যায়, অভিনেতা মিশা সওদাগর বেশ হাসিখুশি মেজাজে ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন।
সেই পোস্টের কমেন্ট বক্সে একজন লিখেছেন, একদম ঠিক কথা। সত্যিকারের সুখ খুঁজে পাওয়া কঠিন হতে পারে, কিন্তু ইতিবাচক মানসিকতা ধরে রাখা জীবনের পথচলাকে সহজ করে তোলে। হাসিমুখে পরিস্থিতি মেনে নিয়ে এগিয়ে যাওয়াই জীবনের আসল সৌন্দর্য। সবাই ভালো থাকুক, সুখে থাকুক—এটাই তো সবচেয়ে বড় চাওয়া।
প্রসঙ্গত, মিশা সওদাগর অভিনীত বেশ কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে। পাশাপাশি নতুন আরও বেশ কয়েকটি ছবির শুটিং নিয়ে বেশ ব্যস্ত সময় যাচ্ছে তার।
আরটিভি/এএ
মন্তব্য করুন