গান ও সাংবাদিকতা নিয়ে রমার ব্যস্ততা

আরটিভি নিউজ

সোমবার, ২০ জানুয়ারি ২০২৫ , ০৯:৩৭ পিএম


গান ও সাংবাদিকতা নিয়ে রমার ব্যস্ততা

সংগীত ও সাংবাদিকতায় সফল শারমিন রমা। দুই জায়গায়ই সমানভাবে কাজ করে চলেছেন তিনি। সম্প্রতি নতুন একটি গানের কাজ শুরু করেছেন রমা। ১০০ জন শিল্পী নিয়ে ডিজে রাহাত, শান শায়েক ও আদিব কবীরের আপকামিং এই মিউজিক প্রজেক্টের শিরোনাম ‘পিয়ানো’। যেখানে থাকছে রমার গাওয়া তিনটি ফোক গান।

বিজ্ঞাপন

নতুন এই গান প্রসঙ্গে রমা বলেন, প্রজেক্টটা আমার বেশ ভালো লেগেছে। ফোক গান বা লোকসঙ্গীতের অসামান‍্য ভাণ্ডার থেকে নেওয়া গানগুলোও দারুণ। এখন চলছে ভয়েসের কাজ। এ মাসেই ভয়েস দেওয়া শেষ হয়ে যাবে আশা করছি। সব ঠিক থাকলে ফেব্রুয়ারিতে ভিডিও হবে গানগুলোর।

সাংবাদিকতা ও সংগীত নিয়ে ব্যস্ত রমা। তিনি জানান, আমি বিবিসির একজন সিনিয়র সাংবাদিক। বর্তমানে বিবিসি নিউজ বাংলার টেলিভিশন কার্যক্রমের প্রধান হিসেবে কাজ করছি। আমার প্রযোজনায় বর্তমানে সমসাময়িক ঘটনাবলি নিয়ে বিবিসির সংবাদভিত্তিক দুটি জনপ্রিয় টিভি শো—বাংলাদেশ ট্রেন্ডিং ও বিবিসি প্রবাহ নিয়মিতভাবে চ‍্যানেল আইতে প্রচার হচ্ছে।

বিজ্ঞাপন

পেশাগত জীবনের কাজের স্বীকৃতি হিসেবে রমা পেয়েছেন নানা সম্মাননা। ২০২৪ সালে দেশের বাইরে থেকেও মিলেছে পুরস্কার। ভারতের ২১তম টেলি সিনে অ্যাওয়ার্ড আয়োজনে বিশেষ পুরস্কার পান তিনি। ভারতের কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতে দুই বাংলার সম্প্রচার এবং মিডিয়ায় নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখা মিডিয়া ব্যক্তিত্বদের পুরস্কার প্রদান করা হয়। ভারতের এই সম্মানজনক অ্যাওয়ার্ড আয়োজনটি ২০০০ সাল থেকেই হয়ে আসছে।

প্রসঙ্গত, এর আগেও ২০১৯, ২০২২ ও ২০২৩ সালের আয়োজনে ‘টেলি সিনে অ্যাওয়ার্ডস’-এর মাধ‍্যমে বেশ কয়েকজন বাংলাদেশি শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্বকে সম্মানিত করা হয়েছে। তাদের মধ‍্যে রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী ও অভিনেতা আফজাল হোসেন, কিংবদন্তী শিল্পী রুনা লায়লা, কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী, বাপ্পা মজুমদার, জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, মীর সাব্বির, অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, আজমেরী হক বাঁধন ও জাকিয়া বারী মম প্রমুখ।

আরটিভি/এএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission