ফ্ল্যাট থেকে অভিনেতার মরদেহ উদ্ধার
ভারতীয় শোবিজ ইন্ডাস্ট্রির নতুন বছরের শুরুটা একদমই ভালো যাচ্ছে না। একের পর এক আসছে শোকের খবর। বছরের শুরুর দিনই মৃত্যু হয় টালিউড পরিচালক অরুণ রায়ের। সপ্তাহ দুই পর মারা যান সুদীপ পাণ্ডে। এর কদিন পর গত ১৭ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে পাড়ি জমান টেলি অভিনেতা আমন জয়সওয়াল।
এবার আরও এক দুঃসংবাদ এলো। অকালেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন হিন্দি ও মারাঠি টেলি ইন্ডাস্ট্রির তারকা অভিনেতা যোগেশ মহাজন। হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার (১৯ জানুয়ারি) রাতে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর।
জানা গেছে, গত ১৮ জানুয়ারি একটি সিরিয়ালের শুটিং করছিলেন যোগেশ। সেখানে কিছুটা অসুস্থ বোধ করায় শুটিং ফ্লোরের কমপ্লেক্সেই ফ্ল্যাটে চলে যান। পরদিন রোববারও শুটিং করার কথা ছিল তার। কিন্তু নির্ধারিত সময়ে শুটিং ফ্লোরে না যাওয়ায় তার খোঁজ নেওয়া শুরু হয়।
এ সময় ফ্ল্যাটে গিয়ে দেখা যায় ফ্লোরে জ্ঞানহীন অবস্থায় পড়ে আছেন অভিনেতা যোগেশ। পরে তাৎক্ষণিক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।
প্রসঙ্গত, মারাঠি থিয়েটার থেকে অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন যোগেশ। প্রথমে মারাঠি টিভি সিরিয়াল এবং পরে হিন্দি সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজর কাড়েন। ‘শিব শক্তি তপ ত্যাগ তাণ্ডব’ সিরিয়ালে অভিনয় করে দর্শকহৃদয়ে আলাদা জায়গা করে নেন।
এ ছাড়া ‘আদালত’, ‘জয় শ্রীকৃষ্ণ’, ‘দেব কি দেব মহাদেব’, ‘সম্রাট অশোক’সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করে তারকা খ্যাতি লাভ করেছিলেন যোগেশ মহাজন।
আরটিভি/এএ/এস
মন্তব্য করুন