আরটিভির নতুন ধারাবাহিক ‘ইউনাইটেড স্টেট অব বরিশাল’
অস্তিত্ব সংকটে ভুগছে পুরান ঢাকার স্থানীয় মানুষজন। কারণ, পুরান ঢাকার এক এলাকায় বরিশাল অঞ্চলের মানুষজন দিয়ে ভরে গেছে। সেখানে আগে ছিল পুরান ঢাকার জুম্মন কসাই, এখন বরিশালের বেলাল কসাই। আগে ছিল চান মিয়ার বিরিয়ানি, এখন রহিমের বিরিয়ানি। আগে ছিল মাখনের বাখরখানি, আর এখন হয়েছে মজিদের বাখরখানি। সব মিলিয়ে পুরান ঢাকার মানুষ বিলুপ্তির পথে।
এমনি একগল্প নিয়ে নির্মিত হয়ে আরটিভির নতুন ধারাবাহিক নাটক ‘ইউনাইটেড স্টেট অব বরিশাল। মাইদুল রাকিব ও সিফাত হোসেনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাইদুল রাকিব।
নাটকটির গল্পে দেখা যাবে, পুরান ঢাকার একটি মোড়ের নাম বদলে ফেলা হয়েছে। মূলত এই চত্বরকে কেন্দ্র করেই ঝামেলা। বহু বছর আগে এক বরিশালের মানুষকে থাকতে দিয়েছিল পুরান ঢাকার এক পরিবার। সে ছিল বাবুর্চির সহকারী। তিনি বরিশাল থেকে বিয়ে করে আত্মীয়স্বজনকে নিয়ে আসে। এখন তার নাতি-নাতনিরা সেই এলাকায় রাজত্ব করছে।
এদিকে দুই পক্ষের মধ্যে নির্বাচন, রাস্তা দখল, প্রেম নিয়ে ঝামেলা হতেই থাকে। বরিশালের পরিবারের এক লোক ঢাকাইয় পরিবারের এক মেয়েকে বিয়ে করে ঘরজামাই থাকে। সে প্রচণ্ড নির্যাতনের মধ্যে রয়েছে। বরিশাল-ঢাকাইয়া গ্যাঞ্জামের মাঝে সে দুই পক্ষকেই ম্যানেজ করতে হয়। আর এভাবেই এগিয়ে যায় নাটকটির গল্প।
নতুন এই ধারাবাহিক নাটকটি মঙ্গলবার (২১ জানুয়ারি) থেকে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার আরটিভিতে প্রচারিত হবে।
ধারাবাহিক নাটকটিতে অভিনয় করেছেন, মারজুক রাসেল, সেমন্তি সৌমী, শরাফ আহমেদ জীবন, শিবা শানু, মুকিত জাকারিয়া, চাষী আলম, মিহি আহসান,যাহের আলভী, সাদ্দাম মাল, সিয়াম নাসির, পাভেল, তানজীম অনিক প্রমুখ।
আরটিভি/এএ/এস
মন্তব্য করুন