সাইফের প্রাণ বাঁচিয়ে বিপাকে সেই অটোচালক
ছুরিকাঘাতের হামলার পর সাইফ আলী খানকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়াটা ছিল খানিক সমস্যার। তাই তড়িঘড়ি কোনোরকম এক অটোচালককে ডেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেতাকে। সেই অটোচালকের নাম ভজন সিং।
ইতোমধ্যে সুস্থ হয়ে সেই অটোচালকের সঙ্গে দেখা করেছেন নবাব। দিয়েছেন আর্থিক পুরস্কারও। সব মিলিয়ে যখন ভজনের আনন্দে থাকার কথা সেই সময় উল্টো তিনি রীতিমতো বিরক্ত।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই ঘটনার পর থেকে তাকে নিয়ে টানাটানি গণমাধ্যমগুলোর। সবাই সাক্ষাৎকার নিতে আগ্রহী। কিন্তু সে চাপ সামলাতে পারছেন না ভজন। সংবাদকর্মীদের মুহুর্মুহু ফোনে বিরক্ত তিনি।
ভজন বলেন, আমি সাক্ষাৎকার দিতে চাই না। যা বলার আগেই সব বলে দিয়েছি। আর সাক্ষাৎকার নিতে চাইলে, দয়া করে দেখা করুন। কে কোথা থেকে ফোন করছে, আমি কিছু বুঝতে পারছি না। মুখোমুখি কথা বলব।
এদিকে সাইফের সঙ্গে ভজনের সাক্ষাতের ছবিগুলো ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এ যেন বাড়তি চাপ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, জানি না কীভাবে ছবিগুলো ভাইরাল হয়েছে। তার পর থেকে আরও সকলে বিরক্ত করছেন। আমি একটু বিশ্রাম চাই।
রাতারাতি তারকাখ্যাতি পাওয়া ভজন জানান, তিনি তারকা হতে চায় না। যা করেছেন মানবিকতার খাতিরে। সাইফের পরিবারের সকলের সঙ্গে দেখা হয়েছে। তারা তার প্রশংসা করেছেন। আর কিছু চান না তিনি।
প্রসঙ্গত, উত্তরাখন্ডের মানুষ ভজন। দীর্ঘদিন ধরেই মুম্বাইয়ের রাস্তায় অটো চালাচ্ছেন তিনি। বাকি দিনগুলোর মতো গেল ১৬ জানুয়ারি ভোররাতেও নিজের অটো নিয়ে বাড়ি ফিরছিলেন ভজন। এমন অবস্থায় নিজ বাড়ির দরজার সামনে রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন সাইফ। একেবারে দেবদূতের মতো অভিনেতার সামনে হাজির হয়ে সাইফকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তিনি।
আরটিভি/এএ-টি
মন্তব্য করুন