• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

একাধিক তারকাকে হত্যার হুমকি, আতঙ্কিত বলিউড

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৩ জানুয়ারি ২০২৫, ২০:১২
কোলাজ
ছবি: কোলাজ

সময়টা ভালো যাচ্ছে না বলিউডের তারকাদের। সালমান খানকে একাধিকবার হত্যার মাঝেই নতুন বছরের শুরুতেই সাইফ আলীকে ছুরিকাঘাত করা হয়। সেই রেশ না কাটতেই বলিউডের তিন তারকাকে হত্যার হুমকি দেওয়া হয়েছ। বলিউডের তিন জনপ্রিয় তারকা— রাজপাল যাদব, রেমো ডি’সুজা ও সুগন্ধা মিশ্রা প্রাণনাশের হুমকি পেয়েছেন।

বিষয়টি নিয়ে মুম্বাইয়ের অম্বোলি থানায় একটি এফআইআর দায়ের হয়েছে এবং পুলিশ ঘটনাটি তদন্ত করছে। পুলিশ বলছে পাকিস্তান থেকে এসেছে এই হুমকি ইমেল করা হয়েছে।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, ইমেইলের মাধ্যমে পাঠানো হুমকির বার্তায় বলা হয়েছে, আমরা আপনার সাম্প্রতিক কার্যকলাপ পর্যবেক্ষণ করছি।একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে জানাতে চাচ্ছি। এটি কোনো প্রচারণার কৌশল বা হয়রানি করার উদ্দেশ্য নয়। আমরা অনুরোধ করছি, এই বার্তাকে অত্যন্ত গুরুত্ব সহকারে এবং গোপনীয়তার সঙ্গে বিবেচনা করুন। ইমেইলটি ‘বিষ্ণু’ নামের প্রেরকের পরিচয়ে পাঠানো হয়েছে।

গতবছরের ১৪ ডিসেম্বর রাজপাল যাদব একটি ই-মেইল পান, যেখানে কপিল শর্মা এবং তার দলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেয়া হয়। অভিযোগ অনুযায়ী, কপিলের শো সালমান খানের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হওয়ায় এই হুমকি এসেছে। এরপর রাজপাল যাদবের স্ত্রী রাধা যাদব মুম্বাইয়ের অম্বোলি থানায় অভিযোগ দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, পুলিশ খতিয়ে দেখেছে যে আইপি থেকে ই-মেইল পাঠানো হয়েছিল সেটা পাকিস্তানের। এবিষয়ে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করে দেশটির সরকারের সাহায্য চাওয়া হয়েছে।

আরটিভি/এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন রাজপাল
বাজেয়াপ্ত রাজপাল যাদবের সম্পত্তি