• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

সাইফকে ছুরিকাঘাত

গণমাধ্যমে ছবি দেখে সাজ্জাদকে শনাক্ত করেছে ঝালকাঠিতে থাকা পরিবার

আরটিভি নিউজ

  ২৩ জানুয়ারি ২০২৫, ২১:৪৪
কোলাজ
ছবি: কোলাজ

বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর ছুরিকাঘাতের হামলার ঘটনায় তোলপাড় গোটা ভারত। ইতোমধ্যে অভিযুক্ত ব্যক্তি মোহাম্মদ শরীফ উল ইসলাম শেহজাদকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ চালিয়েছে মুম্বাই পুলিশ। অবশেষে মুখ খুলেছেন বলিউডের নবাবকে হামলাকারী। স্বীকার করলেন নিজের অপরাধ।

সাইফকে ছুরিকাঘাত করা মো. শরিফুল ইসলাম শেহজাদের বাড়ি বাংলাদেশের ঝালকাঠি জেলায় বলে জানিয়েছে ভারতের পুলিশ। সাইফকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার শেহজাদের অপরাধের ইতিহাস তদন্ত করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, শেহজাদ অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং বিজয় দাস ও মোহাম্মদ ইলিয়াসসহ একাধিক নাম ধারণ করেছেন।

এদিকে ঝালকাঠির বিভিন্ন স্থানীয় সূত্রে জানা গেছে সাজ্জাদের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার রাজাবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি নলছিটি থানার হত্যাসহ একাধিক মামলার আসামি।

গ্রেপ্তারের পর গণমাধ্যমে ছবি দেখে সাজ্জাদকে শনাক্ত করেছে ঝালকাঠিতে থাকা তার পরিবার। তিন ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়।

এদিকে সাজ্জাদের বাবা রুহুল আমিন ফকিরের সঙ্গে আরটিভির কথা হলে তিনি বলেন, তার ছেলের সঙ্গে এই ঘটনার কিছুদিন আগেও কথা হয়েছে। সে এই কাজ করতে পারে না। আর যদি করেই থাকে অবশ্যই শাস্তি পাবে।

পারিবারিক ও স্থায়ীয় সূত্রে জানা গেছে, বাবার চাকরির সুবাদে খুলনায় থাকতেন। সে সময় থেকেই অবৈধভাবে ভারতে যাতায়াত ছিল তার। সেসময় তিনি মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ায় বিভিন্ন মামলা হয়। তখন পরিবার অতিষ্ঠ হয়ে গ্রামের বাড়িতে চলে আসে।

অন্যদিকে, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম বলেন, সাজাদ্দের বিরুদ্ধে নলছিটি ও ঢাকায় হত্যা মামলা আছে।

প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে দুর্বৃত্তরা ঢুকে পড়ে। ওই সময় অভিনেতাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় তারা। গুরুতর জখম অবস্থায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতাকে। পরে অস্ত্রোপচারের মাধ্যমে সাইফের শরীর থেকে ২-৩ ইঞ্চি একটি ধারালো বস্তু বের করেছেন চিকিৎসকরা।


আরটিভি/এএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হামলাকারীর ডিএনএ পরীক্ষার পর সাইফের ঘটনায় নতুন মোড়
এবার কপিল শর্মাকে পাকিস্তান থেকে খুনের হুমকি
সেই অটোচালকের সঙ্গে দেখা করলেন সাইফ
ছুরিকাঘাতের রেশ না কাটতেই আবারও বিপদে সাইফ আলী