• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

পাকিস্তানের ‘কাভিশ’ ঢাকার মঞ্চ মাতাবে আজ

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৪ জানুয়ারি ২০২৫, ১২:১৯
ছবি: সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘কাভিশ’ ঢাকার মঞ্চ মাতাবে আজ (২৪ জানুয়ারি)। রাজধানীর সেনা প্রাঙ্গণে ‘ঢাকা ড্রিমস’ শিরোনামের কনসার্টে পারফর্ম করবে ব্যান্ডটি।

এ প্রসঙ্গে কনসার্টের আয়োজক সংস্থা ব্লু ব্রিক কমিউনিকেশনস জানায়, কনসার্টে অংশ নিতে ২২ জানুয়ারি রাতে বাংলাদেশে এসে পৌঁছেছে ‘কাভিশ’ ব্যান্ড। এই কনসার্টের মাধ্যমে প্রথমবার বাংলাদেশে গান গাইবে দলটি।

জানা গেছে, ‘কাভিশ’র পাশাপাশি দেশের একাধিক শিল্পী ও ব্যান্ডও পারফর্ম করবে এই কনসার্টে। ব্যান্ড ‘লেভেল ফাইভ’র পরিবেশনা দিয়ে শুরু হবে আয়োজনটি। এরপর মঞ্চে পারফর্ম করবে আরমীন মুসা ও ঘাসফড়িং কয়ার।

তাদের পরিবেশনা শেষে শ্রোতা-দর্শক মাতাবে ব্যান্ড ‘শূন্য’। কনসার্টের বিশেষ আকর্ষণ শায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি নায়েকের যৌথ পরিবেশনা। কাভিশের পারফরম্যান্স দিয়ে শেষ হবে কনসার্টের আয়োজন।

ব্লু ব্রিক কমিউনিকেশনসের পক্ষ থেকে আরও বলা হয়, আমরা ‘কাভিশ’ ব্যান্ডকে ঢাকায় আনার সুযোগ পেয়ে ভীষণ আনন্দিত। এমন একটি সন্ধ্যার আয়োজন করছি, যেখানে দেশি ও আন্তর্জাতিক শিল্পীরা এক মঞ্চে গান পরিবেশন করবেন।

আরটিভি/এইচএসকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার ঢাকার মঞ্চ মাতাবে পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’