সাইফের ৮ বছরের শিশুপুত্র তৈমুরের সাহসিকতায় হতবাক সবাই
সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়িতে গভীর রাতে হামলা হয় সাইফ আলী খানের ওপর। গুরুতর অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে। সুস্থ হয়ে ওঠায় হাসপাতাল থেকে ফিরেছেন বাড়িতেও।
হামলার পর রক্তাক্ত সাইফকে নিয়ে হাসপাতালে যাওয়া এবং বাসার ওই ভয়ংকর পরিস্থিতিতে বড় সাহসিকতার পরিচয় দিয়েছিল সাইফপুত্র তৈমুর। আর বিষয়টি নিয়ে হতবাক অনেকেই। দুঃস্বপ্নের ওই রাতে রক্তাক্ত সাইফকে নিয়ে অটোয় চেপে হাসপাতালে পৌঁছেছিল তার ৮ বছরের শিশুপুত্র তৈমুর।
তৈমুরের সাবেক পরিচারিকা ললিতা ডি সিলভা তাদের বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে এক সাক্ষাৎকারে এসব ঘটনার বর্ণনা দেন। তিনি জানান, ছোট্ট তৈমুর তার বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ায় আমি সত্যিই অবাক হয়েছি। এই বয়সে শিশুটির মানসিকতা এতটাই দৃঢ় হতে পারে, যা অকল্পনীয়।
তিনি বলেন, হামলাকারী ওই ব্যক্তি কোথা থেকে এসেছে, কীভাবে ঢুকেছে সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। এটা সত্যিই একটা সারপ্রাইজ। কেউ ঢুকে এমন কাজ করবে, তা কেউ জানবে কী করে? অনেক অফিসার কাজের জন্য আসা-যাওয়া করছেন। আপনারা বাইরের ভবনটি দেখেছেন। তিনি কীভাবে ঢুকলেন জানি না। এটা সত্যিই সবার জন্য বড় বিস্ময়।
তৈমুরকে ছোট থেকেই বড় করেছেন ললিতা। তাই তো তৈমুরের এমন কাণ্ডে আরও হতবাক তিনি। ললিতা বলেন, তৈমুর তার বাবার মতোই সাহসী হবে।
প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে দুর্বৃত্তরা ঢুকে পড়ে। ওই সময় অভিনেতাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় তারা। গুরুতর জখম অবস্থায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতাকে। পরে অস্ত্রোপচারের মাধ্যমে সাইফের শরীর থেকে ২-৩ ইঞ্চি একটি ধারালো বস্তু বের করেছেন চিকিৎসকরা।
আরটিভি/এএ/এআর
মন্তব্য করুন