ঢাকাবুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

সিনেমা ছাড়াই ঈদের যে প্রস্তুতিতে ব্যস্ত মিম

বিনোদন ডেস্ক, আরটিভি

সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫ , ১০:২৫ এএম


loading/img
বিদ্যা সিনহা মিম

বিদ্যা সিনহা মিম। শোবিজে সিনেমা দিয়েই নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। এরপর লম্বা সময় নাটকে থিতু হয়েছিলেন। যদিও পরে আবারও চলচ্চিত্রে ফিরে অভিনয়ের ঝলক দেখিয়েছেন অভিনেত্রী। দর্শকদের উপহার দিয়েছেন বেশ কয়েকটি সিনেমা।    

বিজ্ঞাপন

২০২৩ সালে সর্বশেষ কলকাতার সিনেমা ‘মানুষ’-এ দেখা গেছে মিমকে। এরপর ফের সিনেমায় দীর্ঘ বিরতি। অবশ্য ইন্ডাস্ট্রিতেও এখন সেভাবে সিনেমা নির্মিত হচ্ছে না। অন্যদিকে সামনে আসছে ঈদ। তাই এ সময় সিনেমা ছাড়া ভিন্ন কিছু নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে মিমকে। ঈদকে সামনে রেখে বিজ্ঞাপন ও ফটোশুটের কাজ হাতে নিয়েছেন তিনি।

জানা গেছে, বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হিসাবে কাজ করছেন মিম। তাই সেসব প্রতিষ্ঠানের ঈদ প্রমোশনের জন্য শুটিং নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। 

বিজ্ঞাপন

গণমাধ্যমে বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে মিম বলেন, সিনেমার শুটিং না করলেও প্রতিদিন আমার শুটিং ব্যস্ততা রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যেহেতু আমি যুক্ত রয়েছি, তাই ঈদকে সামনে রেখে সেসব প্রতিষ্ঠানের বিজ্ঞাপন, প্রমোশনের কাজ করছি। এগুলো নিয়েই এখন সারাদিন ব্যস্ত থাকতে হচ্ছে। আপাতত সিনেমার কাজ নেই। ঈদের আগ পর্যন্ত এগুলো নিয়েই থাকব। 

চলচ্চিত্র প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, কয়েকটি সিনেমা নিয়ে কথা হয়েছে। সেগুলো এখনো চূড়ান্ত হয়নি। এ ছাড়া বর্তমানে সিনেমা নির্মাণও অনেক কমে গেছে। সে প্রভাব পড়েছে ঢালিউডে। ঈদের পর আমার কাজ রয়েছে। বিস্তারিত পরে জানাব।

প্রসঙ্গত, বর্তমানে ‘দিগন্তে ফুলের আগুন’ নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে মিমের। সিনেমাটি নির্মাণ করেছেন ওয়াহিদ তারেক। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা মোস্তফা মনওয়ার। সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন দুজনেই।

বিজ্ঞাপন

আরটিভি/এইচএসকে/এস
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |