ঢাকাসোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

অরিজিৎসহ ৯ জন পাচ্ছেন পদ্মশ্রী পদক

বিনোদন ডেস্ক, আরটিভি

সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫ , ১১:০৯ এএম


loading/img
ছবি: সংগৃহীত

ভারতের বেসামরিক পুরস্কার পদ্মশ্রীতে ভূষিত হলেন সংগীতশিল্পী অরিজিৎ সিংসহ কলকাতার ৯ কৃতী ব্যক্তিত্ব। শনিবার (২৬ জানুয়ারি) এ পুরস্কারের জন্য নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। 

বিজ্ঞাপন

জানা গেছে, এবার ১১৩ জনকে পদ্মশ্রী দেওয়া হচ্ছে। এদিন পদ্মশ্রীর সঙ্গে পদ্মবিভূষণ ও পদ্মভূষণ পদকপ্রাপ্তদের নামও ঘোষণা করা হয়। এর মধ্যে পদ্মবিভূষণ ৭ জন এবং পদ্মভূষণ পাচ্ছেন ১৯ জন।

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, অরিজিৎ সিং ছাড়া কলকাতায় পদ্মশ্রী পেতে যাওয়া বাকি ব্যক্তিরা হলেন, অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শংকর, ঢাকি গোকুল চন্দ্র দাস, শিক্ষা ও সাহিত্যে নগেন্দ্র নাথ রায়, শিল্পকলায় তেজেন্দ্র নারায়ণ মজুমদার, ব্যবসা ও শিল্পে পবন গোয়েংকা ও সজ্জন ভজনকা, আধ্যাত্মিকতায় স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজ এবং সমাজসেবায় বিনায়ক লোহানি।

বিজ্ঞাপন

পদ্মশ্রী পদক পাওয়া প্রসঙ্গে যৌথভাবে অরিজিৎ সিং, মমতা শংকর ও গোকুল চন্দ্র দাস বলেন, এই সম্মান পেয়ে তারা দারুণ আনন্দিত ও গর্বিত। এটা তাদের এগিয়ে চলার পথে অনুপ্রেরণা জোগাবে। 

আরটিভি/এইচএসকে/এস
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |