আওয়ামী সমর্থকদের সতর্ক করে যা বললেন চমক

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫ , ০৪:৫৭ পিএম


আওয়ামী সমর্থকদের সতর্ক করে যা বললেন চমক
ছবি: সংগৃহীত

ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়েছিলেন তিনি। এরপর ২০২০ সালে অভিনয়ে নাম লেখান। 

বিজ্ঞাপন

465281160_1088418569954258_7942266991126038284_n

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সংহতি জানিয়ে রাজপথে নেমেছিলেন চমক। প্রায় সময়ই সমাজের নানান অসঙ্গতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট দিয়ে থাকেন তিনি। পাশাপাশি নিজের ভালো লাগার অনুভূতিগুলোও শেয়ার করেন। 

বিজ্ঞাপন

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) এক ফেসবুকে একটি স্ট্যাটাস দেন চমক। যেখানে তিনি আওয়ামী সমর্থকদের সরাসরি সতর্ক করেন। 

চমক তার স্ট্যাটাসে লেখেন, কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি ভালোবাসা আর গোটা দেশকে ভালোবাসা এক জিনিস না। দুটোকে মিলিয়ে ফেলবেন না।

Capture

বিজ্ঞাপন

অভিনেত্রী লেখেন, স্বৈরাচার সরকার ৫ অগাস্ট পতন না হলে, আমরা যারা আন্দোলনে নেমেছিলাম তাদের দেশদ্রোহীতার অপরাধে এতদিনে নিশ্চিহ্ন করে ফেলতেন। সেই ভয় জেনেও আমরা নেমেছিলাম রাস্তায়। তাই জীবনের ভয় আমরা করি না।

465068580_18257235664248384_806209258009752314_n

চমক আরও লেখেন, মৃত্যু নিশ্চিত সামনে আসলেও যেটা ন্যায় সেটাকে ন্যায়ই বলব, যেটা অন্যায় সেটাকে অন্যায়। তাই যারা এখনো ভয় দেখানোর চেষ্টা করছেন, তারা দুইটা ঘুমের ওষুধ খেয়ে ঘুম দেন। নিজের মুরগির ন্যায় প্রাণ বাঁচিয়ে আজীবন বিড়ালের ন্যায় বেঁচে থাকুন। আমরা বাঘের ন্যায় একদিন বেঁচে থাকতে পারলেও গর্বিত, ধন্যবাদ।

আরটিভি/এএ-টি 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission