চমক নিয়ে আসছে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ০৫:০৪ পিএম


চমক নিয়ে আসছে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট
ছবি: সংগৃহীত

এতদিন দেশের ক্রিকেটের একমাত্র টি-টোয়েন্টি টুর্নামেন্ট হিসেবে পরিচিত ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। কিন্তু, এবার টি-টোয়েন্টি ক্রিকেটারদের পাইপলাইন শক্ত করার জন্য আরও একটি টুর্নামেন্ট চালু করল বিসিবি। নতুন এ টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে এনসিএল টি-টোয়েন্টি। 

শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে এই টুর্নামেন্ট উদ্বোধন করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

বিজ্ঞাপন

এ সময় আরও উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক এস কে ফাহিম সিনহা, নিজামউদ্দিন চৌধুরী, হাবিবুল বাশার সুমন এবং দেশের জনপ্রিয় দুই চিত্র নায়ক সিয়াম ও আমিন খান। এ ছাড়াও স্পন্সর প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

 

এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে লোকাল ক্রিকেটাররা। ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন টুর্নামেন্টে এক বিভাগের ক্রিকেটার অন্য বিভাগের হয়ে খেলতে পারলেও এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজ নিজ বিভাগের প্রতিনিধিত্ব করবেন ক্রিকেটাররা।

আগামী ১১ ডিসেম্বর মাঠে গড়াবে নতুন এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।

বিজ্ঞাপন

আট দলের টুর্নামেন্টটিতে প্লাটিনাম স্পন্সর হিসেবে থাকছে আল আরাফা ইসলামী ব্যাংক, গোল্ড স্পন্সর হিসেবে থাকছে ওয়ালটন এবং সিলভার স্পন্সর হিসেবে থাকছে রিমার্ক-হারল্যান।

এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস এবং ফানকোড।

আরটিভি/এসএইচএম-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.