• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

চমক নিয়ে আসছে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২৪, ১৭:০৪
চমক নিয়ে আসছে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট
ছবি: সংগৃহীত

এতদিন দেশের ক্রিকেটের একমাত্র টি-টোয়েন্টি টুর্নামেন্ট হিসেবে পরিচিত ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। কিন্তু, এবার টি-টোয়েন্টি ক্রিকেটারদের পাইপলাইন শক্ত করার জন্য আরও একটি টুর্নামেন্ট চালু করল বিসিবি। নতুন এ টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে এনসিএল টি-টোয়েন্টি।

শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে এই টুর্নামেন্ট উদ্বোধন করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক এস কে ফাহিম সিনহা, নিজামউদ্দিন চৌধুরী, হাবিবুল বাশার সুমন এবং দেশের জনপ্রিয় দুই চিত্র নায়ক সিয়াম ও আমিন খান। এ ছাড়াও স্পন্সর প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে লোকাল ক্রিকেটাররা। ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন টুর্নামেন্টে এক বিভাগের ক্রিকেটার অন্য বিভাগের হয়ে খেলতে পারলেও এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজ নিজ বিভাগের প্রতিনিধিত্ব করবেন ক্রিকেটাররা।

আগামী ১১ ডিসেম্বর মাঠে গড়াবে নতুন এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।

আট দলের টুর্নামেন্টটিতে প্লাটিনাম স্পন্সর হিসেবে থাকছে আল আরাফা ইসলামী ব্যাংক, গোল্ড স্পন্সর হিসেবে থাকছে ওয়ালটন এবং সিলভার স্পন্সর হিসেবে থাকছে রিমার্ক-হারল্যান।

এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস এবং ফানকোড।

আরটিভি/এসএইচএম-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকাকে কাঁদিয়ে এনসিএল টি-টোয়েন্টির প্রথম চ্যাম্পিয়ন রংপুর
এনসিএলের ফাইনালসহ টিভিতে আজকের খেলা
এনসিএল টি-টোয়েন্টিতে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল?
খুলনাকে হারিয়ে ফাইনালে ঢাকা মেট্রো, প্রতিপক্ষ রংপুর