শনিবার থেকে শুরু হচ্ছে ৮৫ নাট্যদলের ‘ঢাকা মহানগর নাট্য উৎসব’

আরটিভি নিউজ

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫ , ০১:১২ পিএম


শনিবার থেকে শুরু হচ্ছে ৮৫ নাট্যদলের ‘ঢাকা মহানগর নাট্য উৎসব’
ছবি: সংগৃহীত

থিয়েটারে দর্শক উপস্থিতি বাড়াতে ও নতুন দর্শক সৃষ্টির লক্ষ্যে ‘ঢাকা মহানগর নাট্য পর্ষদ’ এর উদ্যোগে শনিবার থেকে শুরু হচ্ছে ১৪ দিনব্যাপী ‘ঢাকা মহানগর নাট্য উৎসব ২০২৫’।

বিজ্ঞাপন

‘শিল্পের আলোয় ভরে উঠুক মঞ্চের আঙিনা, দর্শকই স্বজন, দর্শকই প্রেরণা’ শীর্ষক স্লোগান নিয়ে ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে প্রতি সন্ধ্যায় চলবে প্রথম পর্যায়ের এই আয়োজন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ‘ঢাকা মহানগর নাট্য পর্ষদ’ এর নেতারা।

বিজ্ঞাপন

১৫ ফেব্রুয়ারি বিকেল ৫ টায় রাজধানীর নাটক স্বরণীতে বাংলাদেশ মহিলা সমিতি (বেইলী রোড) এর প্রাঙ্গণে এই উৎসব উদ্বোধন করবেন একশত নাট্যদর্শক এবং সঙ্গে থাকবেন মঞ্চাভিনেত্রীরা। 

উৎসবের আয়োজকেরা জানান, প্রতিদিন নাটক মঞ্চায়ন হবে সন্ধ্যা ৭টায়। প্রতিদিনের টিকেট মূল্য ৫০০, ৩০০ ও ২০০ টাকা । তবে ১০০০ টাকা দিয়ে ‘সিজন টিকেট’ সংগ্রহ করলে এক টিকেটেই প্রথম পর্যায়ের ১৪টি নাটক দেখা যাবে। অগ্রিম টিকেটের জন্য যোগাযোগ করতে হবে ০১৭০১-২২৪৯৯৯ নম্বরে।

ঢাকা মহানগর নাট্য পর্ষদের সদস্য সচিব কামাল আহমেদ বলেন, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে এই উৎসব হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল এবং জহির রায়হান মিলনায়তনে।

বিজ্ঞাপন

পরবর্তীতে মঞ্চ নাটক করা যাবে এমন স্থান পেলে সেখানেও এই উৎসব বর্ধিত করা হবে বলে জানান তিনি।

ঢাকা মহানগর নাট্য পর্ষদের আহ্বায়ক ঠাণ্ডু রায়হান বলেন, অতিমারীর পর থেকে সব কিছু স্বাভাবিক হলেও মঞ্চনাটকের প্রদর্শনী এখনো স্বাভাবিক অবস্থায় আসেনি। গত দুই বছরে বেশ কিছু নতুন নাটক মঞ্চে এলেও দর্শকসংখ্যা তেমন বাড়েনি বরং ক্রমেই দর্শক সংকট বেড়ে চলেছে।

দেশের বর্তমান পরিস্থিতিতে নাটকে দর্শক উপস্থিতি আশাব্যঞ্জক নয়। এমন পরিস্থিতিতে থিয়েটার চর্চায় গতিশীলতা আনতে, নাট্যদলগুলো ও নাট্যকর্মীদের উজ্জীবিত করতে বিশেষ করে বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার তিনটি মঞ্চ, জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রসহ ঢাকার মঞ্চগুলোকে থিয়েটারবান্ধব করে তোলা এবং দর্শকদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে ঢাকা মহানগরে থিয়েটার চর্চারত ৮৫টি নাট্যদলের সমন্বয়ে গঠিত হয়েছে ‘ঢাকা মহানগর নাট্য পর্ষদ’।

উৎসবের প্রথম পর্যায়ের সূচি

১৫ ফেব্রুয়ারি, শনিবার: থিয়েটার এর নাটক- পায়ের আওয়াজ পাওয়া যায়।

১৬ ফেব্রুয়ারি, রবিবার: লোক নাট্যদল, বনানী এর নাটক- কঞ্জুস।

১৭ ফেব্রুয়ারি, সোমবার: থিয়েটার আর্ট ইউনিট এর নাটক- বলয়।

১৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার: নাট্যকেন্দ্র এর নাটক- পুণ্যাহ।

১৯ ফেব্রুয়ারি, বুধবার: অনুস্বর এর নাটক- হার্মাসিস ক্লিওপেট্রা।

২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার: ঢাকা থিয়েটার মঞ্চ এর নাটক- ঘরজামাই।

২১ ফেব্রুয়ারি, শুক্রবার: প্রাচ্যনাট এর নাটক- কিনু কাহারের থেটার।

২২ ফেব্রুয়ারি, শনিবার: ঢাকা থিয়েটার এর নাটক- একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার। এদিন সকাল ১১টায় বাংলাদেশ মহিলা সমিতিতে হবে সেমিনার।

২৩ ফেব্রুয়ারি, রবিবার: শৌখিন থিয়েটার এর নাটক- অন্তরালের আয়না।

২৪ ফেব্রুয়ারি, সোমবার: নাট্যপালা এর নাটক- বাঘ।

২৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার: আরণ্যক নাট্যদল এর নাটক- ময়ূর সিংহাসন।

২৬ ফেব্রুয়ারি, বুধবার: আগন্তুক এর নাটক- অন্ধকারে মিথেন।

২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার: পদাতিক নাট্যসংসদ, টিএসসি এর নাটক- গুণজান বিবির পালা।

২৮ ফেব্রুয়ারি, শুক্রবার: প্রাঙ্গণেমোর এর নাটক- শেষের কবিতা।

আরটিভি/এএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission