• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

না ফেরার দেশে শাম্মী আক্তার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ জানুয়ারি ২০১৮, ১৭:১৪
ছবি : সংগৃহীত

না ফেরার দেশে চলে গেলেন বরেণ্য সঙ্গীতশিল্পী শাম্মী আক্তার। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীতাঙ্গনে।

শাম্মী আক্তারের স্বামী আকরামুল ইসলাম মঙ্গলবার বিকেলে এ তথ্য জানান।

প্রায় পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়ছিলেন শাম্মী আক্তার। তার চিকিৎসা সহায়তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সহযোগিতার হাতও বাড়ানো হয়েছিল। কিন্তু সবাইকে কাঁদিয়ে শাম্মী আক্তার চলে গেলেন অন্যলোকে।

শাম্মী আক্তারের গানে হাতেখড়ি বরিশালের ওস্তাদ গৌর বাবুর কাছে। এরপর নানা সময়ে বিভিন্ন জনের কাছে গানের শিক্ষা নিয়েছেন। চলচ্চিত্রের গানে শাম্মী আক্তারের শুরু আজিজুর রহমান পরিচালিত ‘অশিক্ষিত’ সিনেমায়।

-----------------------------------
আরও পড়ুন: একসঙ্গে নয় বছর
-----------------------------------

এই চলচ্চিত্রে তার গাওয়া গাজী মাজহারুল আনোয়ারের লেখা এবং সত্য সাহার সুর ও সঙ্গীতে ‘আমি যেমন আছি তেমন রবো বউ হবো না রে’ ও ‘ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে’ গান দুটির জনপ্রিয়তার কারণে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই শিল্পীকে।

এরপর এ শিল্পী চলচ্চিত্রে প্রায় তিনশ গান গেয়েছেন। তার কণ্ঠে জনপ্রিয়তা পাওয়া উল্লেখযোগ্য গানগুলো হচ্ছে ‘বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুইলো না’, ‘মনে বড় আশা ছিল তোমাকে শুনাবো গান’, ‘ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না’, ‘এই রাত ডাকে এই চাঁদ ডাকে হায় তুমি কোথায়’, ‘আমার মনের বেদনা বন্ধু ছাড়া বুঝে না’, ‘আমি তোমার বধূ তুমি আমার স্বামী খোদার পরে তোমায় আমি বড় বলে জানি’, ‘আমি যেমন আছি তেমন রবো বউ হবো না রে’, ‘আমার নায়ে পার হইতে লাগে ষোল আনা’ ইত্যাদি।

১৯৭৭ সালের ২২শে ফেব্রুয়ারি আকরামুল ইসলামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাম্মী। তাদের দুই সন্তান কমল ও সাজিয়া। জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ সিনেমার টাইটেল গানটি গেয়ে ২০১০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন শাম্মী।

আগামীকাল বুধবার (১৭ জানুয়ারি) বাদ জোহর জানাজার পর শাম্মী আক্তারকে শাহজাহানপুর কবরস্থানে দাফন করা হবে। দাফনের আগ অবধি শিল্পীর মরদেহ রাখা হবে শান্তিনগরের বাসায়। শাম্মী আক্তারের স্বামী সঙ্গীতশিল্পী আকরামুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি শাহজাহানপুরেই যেন দাফন করা যায়। যদি কোনো কারণে শাহজাহানপুরে না করতে পারি, তাহলে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। রাতে আরো বিস্তারিত জানাতে পারবো। আমিনবাগ জামে মসজিদে জানাজা হবে। তবে মরদেহ আর কোথাও নেয়ার পরিকল্পনা নেই।

আরও পড়ুন:

পিআর/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়