ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির নব্বইয়ের দশকের নম্বর ওয়ান হিরো ওমর সানী। চলচ্চিত্রের এই জনপ্রিয় তারকা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সরব ভূমিকা রাখেন। পর্দার এই নায়ক বাস্তব জীবনেও মানুষের পাশে দাঁড়ান। আবার প্রতিবাদী ভূমিকাতেও দেখা মিলে তার।
কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব ওমর সানী। এ প্ল্যাটফর্মটিতে কখনো সিনেমা সংশ্লিষ্ট, কখনো ব্যক্তিগত বিষয়, আবার কখনো সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে থাকেন এ অভিনেতা। এবার এ তারকা অভিনেতা কথা বললেন সয়াবিন তেল নিয়ে। প্রায় মাসখানেক ধরে দেশের বাজারে সয়াবিন তেলের সংকট চলছে। রমজান মাস আসতেই সেই সংকট যেন তীব্র আকার ধারণ করেছে। আর রমজানের বাজারের অবস্থা স্থিতিশীল রাখার জন্য পদক্ষেপ নিয়েছে প্রশাসন।
প্রশাসনের হস্তক্ষেপে এরইমধ্যে বাজারের সবজি ক্রেতাদের অনুকূলে চলে এসেছে। কিন্তু কিছু অসাধী ব্যবসায়ী ও সিন্ডিকেটের কারণে বাজার থেকে সয়াবিন তেল উধাও। যা নিয়ে সাধারণ মানুষ যেমন ক্ষুব্ধ, একইভাবে বিরক্ত শোবিজ তারকারা। এবার এ নিয়েই কথা বললেন চিত্রনায়ক ওমর সানী।
রোববার (২ মার্চ) ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে এক পোস্টে নিজের ক্ষোভ ঝেড়েছেন ওমর সানী। এ অভিনেতা লিখেন, হঠাৎ করে সয়াবিন তেল উধাও। এখনো আপনাদের হারামিপনা কমেনি। এই সিন্ডিকেটগুলোকে গণপিটুনির ব্যবস্থা করা ছাড়া আর উপায় নেই।
তিনি আরও লেখেন, এগুলো করবেন না। দেখবেন কয়দিন পর লিভার নাই, কিডনি নাই, ক্যানসার, বউ নাই, বাচ্চা নাই।
আরটিভি/এএ