ঢাকাবুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

যে কারণে নিউইয়র্কে যাচ্ছেন পারসা ইভানা

আরটিভি নিউজ

বুধবার, ১২ মার্চ ২০২৫ , ০২:২৩ পিএম


loading/img
ফাইল ছবি

ছোট পর্দার বর্তমান সময়ের অভিনেত্রী পারসা ইভানা। ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘গুডবাজ’, ‘ব্যাডবাজ’সহ আরও কিছু নাটকে অভিনয় করে জয় করেছেন দর্শকের মন। নতুন খবর হলো, এই অভিনেত্রী এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অভিনয় প্রশিক্ষণের খ্যাতনামা স্টুডিও ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’তে সরাসরি অভিনয় শেখার সুযোগ পেয়েছেন। সব ঠিক থাকলে আগামী এপ্রিলে তিনি নিউইয়র্কের উদ্দেশ্যে দেশ ছাড়বেন। 

বিজ্ঞাপন

জানা গেছে, ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’র প্রতিষ্ঠাতা স্কট দীর্ঘদিন ধরে অভিনয়ের প্রশিক্ষণ দিয়ে আসছেন। তিনিই কিছুদিন আগে পারসা ইভানার অনলাইনে অডিশন নিয়ে পরবর্তীতে গত ৮ মার্চ তাকে নিজের স্টুডিওতে অভিনয় শেখার ব্যাপারে চূড়ান্ত করেছেন।

1720753365_1

বিজ্ঞাপন

এ বিষয়ে পারসা ইভানা গণমাধ্যমকে বলেন, কিছুদিন আগে জুমে অডিশন দিয়েছি। আমাকে আটটি মনোলোগ পাঠিয়েছিল তারা। সেখান থেকে ২/৩ পৃষ্ঠার একটি সিলেক্ট করতে হয়েছে। 

তিনি আরও বলেন, স্কট নিজে ইন্টারভিউ নিয়েছেন। তিনি আমাকে বললেন, তুমি তো তোমার দেশে অভিনয়ে এই প্রজন্মের একজন স্টার। কেন তুমি অভিনয়ে আরও প্রশিক্ষণ নিতে চাও। উত্তরে আমি বললাম, আমি কখনও অভিনয় শিখিনি। তাই অভিনয়ের বিশদ জানতে চাই। 

পারসা বলেন, এরপর অভিনয় করে দেখালাম, তিনি আমার অভিনয়ে ভীষণ মুগ্ধ হলেন এবং বললেন, তুমি অভিনয় প্রশিক্ষণ গ্রহণ করার জন্য চূড়ান্ত হয়েছে। 

বিজ্ঞাপন

Captur45e

তিনি বলেন, যদিও এটা আমার জন্য খুব কঠিন একটি পরীক্ষা ছিল কিন্তু আমি এই চ্যালেঞ্জটা নিয়ে ভীষণ উপভোগ করেছি। সবচেয়ে মজার বিষয় হলো যে, আমি একটিতে আবেদন করেই নির্বাচিত হয়ে গেছি। এটা সত্যিই আমার জন্য নতুন অভিজ্ঞতা ছিল। 

সবশেষে অভিনেত্রী বলেন, আমি যেন ভালোভাবে প্রশিক্ষণ নিতে পারি এ জন্য সবার কাছে দোয়া চাই।

প্রসঙ্গত, আসন্ন ঈদে ইশতিয়াক আহমেদ রুমেলের পরিচালনায় নির্মিত ‘হোসেইন’ নাটকে পারসা ইভানাকে দেখা যাবে। এতে তার সহশিল্পী পলাশ ও পাভেল।

আরটিভি/আইএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |