• ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
logo

আমি গর্বিত: সানি লিওন

বিনোদন ডেস্ক

  ১৮ জানুয়ারি ২০১৮, ১৯:৫৮

সানি লিওন। সাবেক নীল সিনেমার তারকাকে নিয়ে বিতর্ক কম নেই। তবে সবকিছু ছাপিয়ে ভক্তদের ভালোবাসায় একের পর এক মাইলফলক অর্জন করছেন তিনি। বলিউডে পা রাখার পর থেকেই সাফল্য পেয়েছেন সানি।

এবার আরও একটি অর্জন যোগ হতে চলেছে সানির নামের সঙ্গে। অমিতাভ বচ্চন, অনিল কাপুরের মতো তারকাদের সঙ্গে একই সারিতে জায়গা করে নিতে চলেছেন সানি। ভাবছেন কীভাবে?

বিভিন্ন বলিউড তারকার পাশাপাশি এবার সানির মোমের মূর্তি বসবে দিল্লির মাদাম তুসোর মিউজিয়ামে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মাদাম তুসো মিউজিয়ামের তরফে কয়েক সদস্যের একটি টিম লন্ডন থেকে মুম্বাই এসে সানির সঙ্গে দেখা করেছেন। এ সময় নায়িকার প্রায় ২০০টি ছবি তুলেছেন তারা।

এ ব্যাপারে সানি জানান, আমি কৃতজ্ঞ, আমি গর্বিত। মাদাম তুসো কর্তৃপক্ষ আমার মোমের মূর্তি তৈরির সিদ্ধান্ত নিয়েছেন। আমার জীবনে একেবারে অন্যরকম অভিজ্ঞতা। বছরের শেষ দিকেই তৈরি হয়ে যাবে মূর্তিটি। এখন আমার ভক্তদের প্রতিক্রিয়া দেখার জন্য অপেক্ষা করছি।

পৃথিবীতে মাদাম তুসোর ২৩টি মিউজিয়াম রয়েছে। দিল্লির মিউজিয়ামটি দর্শকদের পছন্দের তালিকার প্রথম দিকেই আছে।

এদিকে সম্প্রতি মহারাষ্ট্রের লাতুর থেকে কন্যা সন্তান দত্তক নিয়েছেন সানি লিওন এবং তার স্বামী ড্যানিয়েল ওয়েবার।

মেয়ের নাম রেখেছেন নিশা কাউর ওয়েবার। মহারাষ্ট্রের একটি ছোট গ্রামের আশ্রম থেকে নিশাকে দত্তক নেয়ার পরই নতুন করে খবরের শিরোনামে উঠে আসেন সানি।

এম/সি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারি ভাতা নিতেন সানি লিওন, ফাঁস হলো আসল রহস্য
যে কারণে সানি লিওনের শো বাতিল করল পুলিশ
ফের বিয়ে করলেন সানি লিওন
আমি তো সানি লিওন না: শিরিন শিলা