• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

পদ্মাবত মুক্তির দিন হরতালের ডাক

বিনোদন ডেস্ক

  ২১ জানুয়ারি ২০১৮, ১৩:৩৬

বহুল আলোচিত সিনেমা ‘পদ্মাবত’ নিষিদ্ধ করতে পারবে না কোনো রাজ্য, কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এরই প্রেক্ষিতে আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে দীপিকা পাড়ুকোন, রণবীর সিং ও শহীদ কাপুর অভিনীত পদ্মাবত।

এদিকে পদ্মাবত মুক্তির দিন হরতালের ডাক দিয়েছে বিক্ষোভকারী কার্নি সেনা। একই সঙ্গে কোনো সিনেমা হলে ‘পদ্মাবত’ দেখানো হলে আগুন জ্বালিয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে।

এই পরিস্থিতিতে গুজরাট মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশনের ডিরেক্টর রাকেশ পটেল সংবাদমাধ্যমে বলেন, সবাই ভয় পাচ্ছে। কোনো মাল্টিপ্লেক্সই নিজেদের ক্ষতি চাইবে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি গুজরাটের কোনো মাল্টিপ্লেক্সে দেখাবে না।

--------------------------------------------------------
আরও পড়ুন: ‘কখনও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না’
--------------------------------------------------------

সেন্সর বোর্ডের ছাড়পত্রের পরও কীভাবে রাজ্য সরকার কোনো সিনেমাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে এই প্রশ্নে কয়েক দিন আগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ‘পদ্মাবত’র প্রযোজক। শুনানির জন্য মামলাটি গ্রহণ করে সর্বোচ্চ আদালত। দ্রুত শুনানির ব্যবস্থা হবে বলেও সেসময় আশ্বাস দেয়া হয় আদালতের পক্ষ থেকে।

এরপর আদালতের এক নির্দেশে জানানো হয়, পরিচালক সঞ্জয় লীলা বানশালীর সিনেমা পদ্মাবতকে কোনো রাজ্যেই নিষিদ্ধ করা যাবে না। এবার আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে বিক্ষোভ করছে কার্নি সেনা।

ভারতের ৭০০ বছর আগেকার চিতোরের রানী পদ্মিনীর জীবন নিয়ে নির্মিত হয়েছে ‘পদ্মাবতী’ সিনেমা। রাজস্থান, গুজরাট, হরিয়ানা, মহারাষ্ট্রসহ বিভিন্ন রাজ্যে রাজপুত সংগঠনগুলো এই সিনেমার বিরুদ্ধে তীব্র বিক্ষোভ করে আসছে। পরবর্তীতে সিনেমার নাম পরিবর্তন করে ‘পদ্মাবত’ করা হয়।

ইতিহাসে দেখা যায়, দিল্লির শাসক আলাউদ্দিন খিলজির কবল থেকে রক্ষা পেতে রানী পদ্মিনী ১৬ হাজার নারীকে নিয়ে চিতায় ঝাঁপ দিয়েছিলেন। কিন্তু পদ্মাবতী সিনেমায় তার সেই মর্যাদা ও আত্মত্যাগকে খাটো করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুন:

পিআর/এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়