• ঢাকা শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১
logo

চীন কাঁপাচ্ছে সিক্রেট সুপারস্টার

বিনোদন ডেস্ক

  ২১ জানুয়ারি ২০১৮, ১৬:৫৯

মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খানের ‘দঙ্গল’ সিনেমাটি চীন মাতিয়েছে। ইতিহাস গড়ে চিনে ১ হাজার কোটির ব্যবসা করেছিল ‘দঙ্গল’। এবার সে পথেই আগাচ্ছে এই অভিনেতার আরও একটি সিনেমা।

মাত্র দুই দিনে চীনে ১০০ কোটির ব্যবসা করেছে আমির খান ও জায়রা ওয়াসিম অভিনীত ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমাটি।

১৯ জানুয়ারি থেকে দু’দিনেই চীনের বক্স অফিসে ১৭.৩১ মিলিয়ন ডলারের ব্যবসা করে ফেলেছে। ধারণা করা হচ্ছে সিনেমাটি আরও ব্যবসা করবে। চীনে ‘সিক্রেট সুপারস্টার’র এই সাফল্যের কথা টুইট করে জানিয়েছেন ফিল্ম সমালোচক তরণ আদর্শ।

তার ভাষ্য, প্রথম দিনেই চীনে এই সিনেমা ব্যবসা করেছে ৪৩.৩৫ কোটি টাকা। এর আগে আমির খানের ‘পিকে’, ‘থ্রি ইডিয়টস’ চীনে ভালো ব্যবসা করেছিল। ভারতীয় সিনেমার মধ্যে ‘বাহুবলী-২’ চীনে বেশ সাড়া ফেলেছিল।

--------------------------------------------------------
আরও পড়ুন: নায়করাজকে নিয়ে সুমনের গান
--------------------------------------------------------

বর্তমানে ‘ঠগস অব হিন্দুস্তান’ সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন আমির খান। এদিকে মহাভারত নিয়ে সিনেমা করার পরিকল্পনা করছেন তিনি। সেই সিনেমায় অভিনয় করার জন্য আগামী ১০ বছর নতুন কোনো সিনেমায় অভিনয় করবেন না বলে ভাবছেন বলিউডের এই তারকা।

তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। তবে মহাভারতের মতো মহাকাব্যকে পর্দায় আনা বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জই নিচ্ছেন আমির। পাঁচটি পর্বে রিলিজ হবে মহাভারত। সিনেমাটি তৈরি করতে লাগবে ১০ বছর।

আরও পড়ুন:

এম/পিআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়