ঢাকারোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

‘আকিজ টেবিলওয়্যারের আর্ট অব প্লেটিং: সিজন ২’ শুরু শুক্রবার

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ , ০৪:৫৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

টেলিভিশন এবং ওটিটি প্লাটফর্মে শুক্রবার (২৫ এপ্রিল) থেকে প্রচারিত হতে যাচ্ছে ‘আকিজ টেবিলওয়্যারের আর্ট অব প্লেটিং : সিজন ২।’ প্রতি শুক্র ও শনিবার আরটিভিতে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে নতুন পর্ব প্রচারিত হতে যাচ্ছে।

বিজ্ঞাপন

২০২২ সালে সাড়া জাগানো প্রথম সিজনের পর ‘আর্ট অব প্লেটিং: সিজন ২’ হতে যাচ্ছে আরও বড় পরিসরে ও আরও কঠিন কিছু চ্যালেঞ্জ নিয়ে। প্রতিযোগীরা তাদের সৃজনশীলতায় ঐতিহ্য ও উদ্ভাবনের গল্প ফুটিয়ে তুলবে নিজ নিজ প্লেটের ক্যানভাসে। 

আকিজ বশির গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ খোরশেদ আলম বলেন, আমরা নতুন প্রজন্মের প্লেটিং শিল্পীদের অনুপ্রাণিত করতে চাই।

বিজ্ঞাপন

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীরা ‘প্লেটিং মায়েস্ট্রো’ খেতাব, ১০ লাখ টাকার পুরস্কার, প্লেটিং কোর্স, মিডিয়া প্রচার ও আকিজ টেবিলওয়্যার ডিনার সেট জিততে লড়াই করবেন। 

প্রথম রানার্স-আপ পাবেন ৫ লাখ টাকা, দ্বিতীয় ৩ লাখ, চতুর্থ-পঞ্চম ১ লাখ টাকা, সঙ্গে সার্টিফিকেট ও স্বীকৃতি। 

প্রতিযোগীরা অনলাইনে নিজেদের প্লেটিংয়ের ছবি জমা দিয়ে যাত্রা শুরু করেন। উত্তীর্ণরা হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে অডিশনে অংশ নেন, যেখানে নান্দনিকতা, কৌশল ও রন্ধনশৈলীর বিচারে তারা নিজেদের প্লেটে শিল্পকর্ম তৈরি করেন।

বিজ্ঞাপন

খাবারের উপস্থাপনার জাদু প্রত্যক্ষ করতে চোখ রাখুন টেলিভিশনের পর্দায় এবং ওটিটি প্লাটফর্মে, যেখানে প্রতিটি প্লেট একটি গল্প, এবং যেখানে সৃজনশীলতা সীমাহীন।

আরটিভি/একে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |